নিজাম হত্যার মূল আসামী জেলা পরিষদের সদস্য কাইয়ুমসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নিজাম হত্যার ১নং আসামি জেলা পরিষদের সদস্য মো. কাইয়ুম হোসাইন ও ১৫নং আসামি দুলালকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (২৭ সেপ্টেম্বর, ২০২৩) বিকেলে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মেঘনা থানা পুলিশের একটি দল কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামানের তত্ত্বাবধানে ঢাকা মহানগরীর জোরাইন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে হত্যার ঘটনায় নেতৃত্বদানকারী মূল হোতা ও দুর্ধর্ষ সন্ত্রাসী মো. কাইয়ুম হোসাইনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। মো. কাইয়ুম হোসাইন উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তার বিরুদ্ধে পুর্বের দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে সহকারী পুলিশ সুপার (হোমনা-মেঘনা সার্কেল) মীর মুহসীন মাসুদ রানার নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার মেঘনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. বিল্লাল হোসেন সঙ্গীয় এসআই মো. হাক্কানী বিল্লাহ, এসআই মো. তোফায়েল আহম্মেদ, এএসআই মো. লিমন মিয়াসহ ডিএমপি ঢাকা ডিবির খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে যৌথ অভিযানে ঢাকা মহানগরীর আজিমপুর এলাকা থেকে মামলার এজাহার নামীয় ১৫নং আসামি কুখ্যাত সন্ত্রাসী দুলালকে (৪৮) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর নিজাম সরকারকে নির্মমভাবে হত্যার দায়ে ভুক্তভোগীর ছোট ভাই মো. টিটু সরকার বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা করেন।

এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ এই দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ইতোপূর্বে বর্ণিত মামলা এজাহার নামীয় আরও ৬ জন আসামিকে মেঘনা থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার এজাহার নামীয় ও অন্যান্য জড়িত আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বছরের প্রথম দিন যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার (১ জানুয়ারি) গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—পশ্চিম রাজাবাজার, ইন্দিরারোড, শুক্রবাদ।

একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।

 

সবা:স:জু- ৫৫৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের