বাউফলে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন

 

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফলে মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের প্রানী সম্পদ অধিদপ্তরাধীন ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন এর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল বাউফল বুধাবার ০৪/১০/২০২৩ খ্রি
টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃপার্থ সারথী দত্ত,ইউ এল ও বাউফল,পটুয়াখালী।আরোও উপস্থিত ছিলেন মঈনুল হক,পৌর নির্বাহী কর্মকর্তা।আব্দুল লতিফ খান বাবুল,প্যানেল মেয়র বাউফল পৌরসভা।ফরহাদ হোসাইন,কাউন্সিলর ৫নং ওয়ার্ড,বাউফল পৌরসভা।
মাইনুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী বাউফল পৌরসভা।
মানবিন্দু শীল,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা।
ডাঃআলমগীর,উপসহকারী প্রাণিসম্পদ অধিদপ্তর,বাউফল পটুয়াখালী। এলএসপি মোঃ মাজহারুল হক,ধূলিয়া ইউনিয়ন।
এলএসপি রতন চন্দ্র,বাউফল পৌরসভা।অনুষ্ঠানে ডাঃপার্থ সারথী দত্ত বলেন,বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা(WOAH)২০৩০ সালের মধ্যে বিশ্বের সকল দেশ হতে এ রোগ নির্মূলের কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দিয়েছে।

প্রতিবন্ধি শিক্ষার্থীকে কৃত্রিম পা দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক

মোঃ সোহেল মোল্লা, স্বরূপকাঠি প্রতিনিধি (পিরোজপুর)ঃ

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনে জেলা প্রশাসকের ব্যাক্তিগত উদ্যোগে প্রতিবন্ধি মানসুরা আক্তারকে কৃত্রিম পা উপহার দিলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আমীনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
প্রতিবন্ধি শিক্ষার্থী মানসুরা আক্তার পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে।

প্রতিবন্ধি মানসুরা আক্তার জানান, তাঁর জন্মগত ভাবেই ডান পায়ের হাটুর নিচের অংশ নেই। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে লাঠিতে ভর দিয়ে সে চলাফেরা করতো। পুরাতন একটি কৃত্রিম পা নষ্ট হয়ে গেলে তিনি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে একটি পা দাবী করেন। যদিও এটি তৈরী করে দেয়া অনেকটা ব্যয়বহুল তাই তিনি পিরোজপুরের ডিসি স্যারের কাছে একটি কৃত্রিম পা এর আবদার করলে তিনি তা রাখার আশ্বাস দেন। পরে চাহিদা অনুযায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান একটি কৃত্রিম পা তৈরী করে দেন। অনেক কৃতজ্ঞতা জানায় পিরোজপুরের ডিসি মহোদয়কে, জেলার সব শ্রেণির মানুষ।

 

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান বিভিন্ন সময়ে মেয়েটি সাহায্য সহযোগীতার জন্য তার কাছে আসতেন,
হঠাৎ একদিন মেয়েটি আবদার করে বলেন আমার চলাচলের জন্য একটি কৃত্রিম পা দরকার। কান্নাজড়িত কন্ঠে একটি কৃত্রিম পায়ের আবদারকে মূল্যায়ন করে তাৎক্ষনিক তার একটি কৃত্রিম পা তৈরীর জন্য বলি এবং সেটি তাকে দেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে পিরোজপুরের জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এ রকম অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো বলে বক্তব্য দেন জেলা প্রশাসক ।

০১৭৫৮৫৪৫৩৬৬

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম