বরিশালে মা ইলিশ ধরার অপরাধে ৪৯ জেলের কারাদণ্ড

 

মোঃ রানা সন্যামত বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে আটদিনের অভিযানে ২৮৭টি মামলায় ২৬৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখ ৫৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৯০৩টি অভিযান চালানো হয়েছে। এছাড়া ৩৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যেখানে গেল আটদিনে বরিশাল বিভাগে ১১৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৫৮৬ বার বিভিন্ন মাছঘাট, ২ হাজার ৬৯৮ বার বিভিন্ন আড়ৎ ও ১ হাজার ৭১৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

গেল আটদিনের অভিযানে ২ হাজার ৯৫১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১০ লাখ ৮২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান,১১অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময় বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

নেছারাবাদে খেয়া ঘাট ইজারার টাকা লুট

 

স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে জিলবাড়ি কলারদোয়ানিয়া খেয়াঘাট ইজারার টাকা লুট করেছেন বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।

খেয়া চালক কবির বলেন, গত বছর মিঠু ও আমি ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকায় ঘাট ইজারা নিয়েছিলাম। এবছর চেয়ারম্যান এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা চেয়েছে যা নিয়ে দর কষাকষি চলছে। বর্তমানে পরিষদের খাস আদায় চলছে।

এ ঘটনায় ইউনিয়নের সচেতন জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পায়নি।

এব্যাপারে অভিযুক্ত বলদিয়া ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান মুঠোফোনে বলেন, এই খেয়াঘাট কখনোই ডাক দেওয়া হয় না। খাস কালেকশন করা হয়। ওপেন ডাক দেওয়া যায় না। দুই পাড়ের অনেক মানুষের যাতায়াত এ ঘাট দিয়ে। ওপেনে ডাক দিলে অনেক লোকজন আসে অনেক টাকা ডাক হয়। পরিষদের কাগজপত্রে কখনও ডাক দেওয়া হয় নি। প্রথমবারের মত চেয়ারম্যান হয়ছি পরিষদের আওতায় কত টাকা পর্যন্ত ইজারা দেওয়া যায় সেটা জানিনা। জেলা পরিষদ সদস্য স্বপনকে বলেছি জেলা পরিষদ যদি পারে এটা বিক্রি করে দিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ্‌ মজুমদার জানান, বলদিয়ার জিলবাড়ি খেয়াঘাটের ইজারা নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি সেটা তদন্তের জন্য দেওয়া হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি