পটুয়াখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে প্রস্তুতি সভা

 

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি।

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পটুয়াখালী সহ উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও থেমে থেমে দমকা হওয়া বইছে। সাগর স্বাভাবিক রয়েছে। এদিকে ৭ নং বিপদ সংকেত থাকায় সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।
পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে কার্গো জাহাজ সহ সকল সরঞ্জাম নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার ২৪/১০/২০২৩ খ্রিঃ সকালে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা করে চরটি কমিটি গঠন করা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রতিরোধে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান দুর্যোগ মোকাবেলায় ৭০৩ টি সাইক্লোন শেল্টার ৩৫ টি মুজিব কিল্লা, ৬০০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায় জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে,পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তাদের কাছে সংরক্ষিত রয়েছে।

পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে প্রস্তুতি সভা গ্রহণ করা হয়েছে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে।
উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আব্দুল মোতালেব হাওলাদার,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বাউফল পৌরসভার মেয়র, জিয়াউল হক জুয়েল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

 

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ০৬/১১/২০২৩ খ্রিঃ দুপুরে দুমকি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাগলার মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন। দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ হাফিজুর রহমান,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক,অ্যাড,সৈয়দ সোহেল সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।বক্তারা বলেন বিএনপি জামাত দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে তার মূল্য দিতে হবে। ইতিমধ্যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেটি বুঝতে পেরে নির্বাচন বানচালের প্রক্রিয়া শুরু করেছেন।এসব জ্বালাও পোড়াও করে নির্বাচন বন্ধ করা যাবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন তাই জনসাধারন আবারো উন্নয়নের প্রতিক নৌকাকে বেছে নেবে। এর আগে মোটরসাইকেল মহড়া ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম