জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসে আগুন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

ঈদগাঁওতে হত্যাসহ একাধিক মামলার আসামী আটক

স্টাফ রিপোর্টার: 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী থেকে হত্যাসহ ১৬ টি মামলার এক গ্রেফতার করেছেন র‌্যাব-১৫। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতের নাম বদি আলম প্রকাশ বদি।
সে টেকনাফে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকান্ডের মূল পরিকল্পনাকরী। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি,অস্ত্র ও মাদকসহ অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। আটক বদি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাত ঘরিয়া পাড়ার নজির আহমদের পুত্র।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) জানান, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩টি হত্যা,৫টি অস্ত্র,৬টি মাদক,১টি ডাকাতি প্রস্তুতি ও ১টি অন্য মামলাসহ ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
র‌্যাব শুক্রবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে,২০২৪ সালে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বটগাছ তলায় ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের মধ্য যোগীয় বর্বর কায়দায় নির্যাতনে নিহত হয়। ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত হত্যাকান্ডের পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে র‌্যাব ১৫ ব্যাপক গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
সবা:স:জু-২৪৫/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শাহাজালাল বিমানবন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পুড়েছে বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে