বর্ণাঢ্য আয়োজনে জবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি

দিনব্যাপী নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

উপাচার্যের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ (ট্রেজারার)।উক্ত সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড.আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক ড.লুৎফর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন জবি ছাত্রী হলের প্রভোস্ট ড.দীপিকা রাণি সরকার, প্রক্টর মোস্তফা কামাল, সহকারী প্রক্টর মাহিউদ্দিন মাহি,প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী, ছাত্র কল্যাণ পরিচালক জি এম আল আমিন।রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ সহ অন্যান্য সাংবাদিক সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিন দিন সাংবাদিকের সংখ্যা বাড়তেছে এটা সত্যিই আনন্দের তবে সাংবাদিকদের উদ্দেশ্য আমার পরামর্শ আপনারা আক্রমনাক্তক না হয়ে বরং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন এবং রিপোর্টারস ইউনিটে যারা নবীন তাদের জন্য অবশ্যই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলবেন।

রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দীন বলেন, সততা সাহসিকতা ও অসাম্প্রদায়িকতা এই মূলমন্ত্রকে ধারণ করে আমাদের সামনের দিনগুলোকে পাড়ি দিতে হবে। নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে উপেক্ষা করে আপসহীনভাবে কাজ করে যাবে জবিরিইউ এবং সারাদেশে ক্যাম্পাস সাংবাদিকতার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে জবিরিইউ।

সভায় রিপোর্টার্স ইউনিটির ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ ও গণমাধ্যম শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়
সভা শেষে ভিসি ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য,২০১৭ সালের ২৩ নভেম্বর যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মহান মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার চেতনাকে ধারণ করে ‘হোক সত্যের পক্ষে প্রবল পক্ষপাতিত্ব’ স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করে আসছেন।

ঢাবিতে আত্মরক্ষা ও ফিটনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে আত্মরক্ষা ও ফিটনেস বিষয়ক সেমিনার

ঢাবি সংবাদদাতা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউতে অনুষ্ঠিত হয়েছে আত্মরক্ষা এবং ফিটনেস বিষয়ক সেমিনার। বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর হাজারীবাগে ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউট অ্যান্ড টেকনোলোজির অডিটোরিয়াম কক্ষে আয়োজিত হয় এই সেমিনার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী বাবলী আক্তার মনা সেমিনারের সঞ্চালনা করেন। সেমিনারটি মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। আত্মরক্ষা সেশনে প্রশিক্ষণ দেন জে.কে কম্ব্যাট একাডেমির প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠাতা আরমান হোসেন ও সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নে গোল্ড মেডেলিস্ট তাইম হাওলাদার।

নিউট্রিশন ও ফিটনেস সেশনে বক্তব্য রাখেন নিউট্রিশনিস্ট ও হেলথ কনসালট্যান্ট সুমাইয়া শিলা। অ্যাথলেটিক মোটিভেশনাল সেশনে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে ক্লাবের সভাপতি আরমান হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত সেমিনারে প্রত্যেক অংশগ্রহণকারীকে সেমিনার শেষে সার্টিফিকেট দেওয়া হয়েছে।

আরমান হোসেন বলেন মেয়েদের ৫টি হলে ৭দিন করে এবং মল চত্ত্বরে ১৪ দিনের ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে। এছাড়া ইতঃপূর্বে টিএসসিতে ২৬ জুলাই পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামিতে প্রশাসনের সহযোগিতা পেলে এই কার্যক্রম বিস্তৃত হবে বলে আশাবাদী।

ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন এমন ব্যাতিক্রমী উদ্যোগকে আমরা সাদুবাদ জানাই। আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ এবং নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরি। আশা করি তারা এই সেমিনারের মাধ্যমে সুস্থতা এবং নিরাপত্তার প্রতি যত্নবান হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম