শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার:

২৬শে নভেম্বর, ২০২৩ তারিখ (রবিবার) শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শক্তি ফাউন্ডেশনের চট্টগ্রাম রিজিওন অফিস(খুলশি)এর হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা বৃত্তি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্য ও অভিযোগ শাখা এনজিও সেল, জনাব মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এনজিও ফোরাম সমন্বয়কারী জনাব মো: মোহাম্মদ আলী।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের জোনাল হেড জনাব মো: শিব্বীর হাসান, রিজিওনাল হেড জনাব মো: আমিনুল ইসলাম সহ এরিয়া অফিস ও শাখা অফিসের কর্মকর্তাগণ। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে শক্তি ফাউন্ডেশন প্রতি বছর সদস্য এবং সাধারণ জনগোষ্ঠির মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে এবং গত অর্থবছরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৩৬ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও শক্তি ফাউন্ডেশন দেশের ৫৫টি জেলায় নারীর আর্থিক ও সামজিক ক্ষমতায়নের লক্ষ্যে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির পাশাপাশি হেলথ প্রোগ্রাম, উইমেন এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে নানাবিধ সেবামূলক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ঃ

আজ রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লা বুড়িচং উপজেলায় বন্ধন কমিউনিটি সেন্টারে অরাজনৈতিক সামাজিক সংগঠন বুড়িচং- ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এড.মোহাম্মদ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা এবং সাবেক বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা,সাবেক কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, যারা আমাকে ভালোবেসে আজকে এখানে উপস্থিত হয়েছে তারা ভুল যায়গায় আসে নাই। তারা অবশ্যই সঠিক যায়গায় এসেছে। আমি যদি কখনো এই জনপদের মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো।আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জালিম সরকারকে বিদায় করতে হবে। এই সরকার বিদায় না হলে খালেদা জিয়া মুক্তি পাবেনা। তারেক জিয়া মুক্তি পাবেনা। বিএনপির নির্যাতিত ৩৫ লাখ নেতাকর্মীর মিথ্যা মামলা থেকে রেহাই পাবেনা।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর সাধারন সম্পাদক তারিক ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জামশেদ আলম, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলী হোসেন, সংগঠনের উপদেষ্টা জিলান হোসেন ভূইয়া, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুল নাঈম মামুন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির, সংগঠনের সহ-সাংগঠনিক শেখ ইমাদ উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে কাউন্সিলর গোলাম কিবরিয়া এবং আরও উপস্থিত ছিলেন বুড়িচং,বি-পাড়া তথা কুমিল্লা ০৫ এর বিএনপি,যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক,শ্রমিকদল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের তৃনমুলের নেতৃবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি