কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু 

চট্টগ্রাম ব্যুরো:
পহেলা ডিসেম্বর পর্যটন নগরী কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনটি অতিক্রম করার সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে রাব্বি সুজন(২২) নামক এক যুবক ট্রেনটিতে কাটা পড়ে। ঘটনার সত্যতা যাচাই করার জন্য, লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসটি কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রাব্বি সুজন(২২) নামক এক যুবক এই ট্রেনটিতে কাটা পড়ে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” ও তারুণ্যের একতা, দুর্নীতি প্রতিরোধে সক্ষমতা এ প্রতিপাদ্যের আলোকে

২৬ মে সোমবার বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন ঢাকা ও সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা এর সহযোগিতায় অনুষ্ঠান শুরু হয়।

বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও পয়ালগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুন কুমার আচার্য্য, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খন্দকার, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মাষ্টার আবদুস সাত্তার, এবি ব্যাংক পিএলসি বরুড়া শাখার বিজনেস অফিসার মোঃ শরীফ উদ্দিন, পারভীন আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষন চন্দ্র পাল, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোসলেম মিয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, কাজী মমিন উল্লাহ ভুইয়া, দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু ইউসুফ রাবেত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাকিলা জামান। এদিন অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এ প্রতিপাদ্যের আলোকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশ গ্রহণে পক্ষে এবং বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তারুণ্যের একতা, দুর্নীতি প্রতিরোধে সক্ষমতা এ প্রতিপাদ্যের আলোকে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী এবং বিজিত দল ও প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন