প্রতিদিনের কাগজ’র ফেসবুক পেজ হ্যাকড

 

নিজস্ব সংবাদদাতা
জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ ও নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়েছে। গত ০৫/১২/২০২৩ ইং বিকেল ৪টার দিকে এক ভিডিও বার্তায় নিজেই তার পেজ হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

খায়রুল আলম রফিক বলেন, ‘ফেসবুকে pkagoj.com ও protidiner kagoj নামে আমার দৈনিক প্রতিদিনের কাগজ ভেরিফায়েড পেজ দুটি হ্যাক হয়েছে। একটি কুচক্রি মহল পেজ দুটি হ্যাক করেছে বলে মনে হচ্ছে। তারা পেজটির নিয়ন্ত্রণ নিয়ে গেছে। ফেসবুকে ২০ হাজারও বেশি ভক্ত-শুভাকাঙ্ক্ষী অনুসরণ করেন প্রতিদিনের কাগজকে । এদিকে হঠাৎ করে ফেসবুক দুটি পেজ হ্যাক করে অশ্লীল,নোংরা ভিডিও আপলোড করছে।

এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খায়রুল আলম রফিক তিনি বলেন, ‘সব শুভাকাঙ্ক্ষীদের বলব, এই পেজ থেকে কাউকে ম্যাসেজ করা হলে বা পত্রিকার কোন পদে আছে এমন পরিচয় দিয়ে টাকা দাবি করলে তারা যেন বিভ্রান্ত না হন, তারা যেন বিশ্বাস না করেন।

এছাড়া আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে রফিক বলেন, ‘এ ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই। অতীতে আমার একটা ফেসবুক পেজ হ্যাক হয়েছিল । পরে আবার ফিরেও পেয়েছেন। থানায় জিডি ও অভিযোগ করেছি পুলিশ শিগগিরই যথাযথ ব্যবস্থা নেব বলে জানান । এটি উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করবে বলেও জানান।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ডেমরায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মো. সোহরাওয়ার্দী (৪৩) উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের হয়েছে ডেমরা থানার মামলা নং-১৭/১০।
এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (২৮) ও মো. আল আমিন (২৭) নামে দুই জনকে আটক করে বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা ১১ টায় আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে ডেমরা থানাধীন মোঘল নগর চৌদ্দগ্রাম টাওয়ারের পিছনে মনিরের বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে। এদিকে ভুক্তভোগী সাংবাদিক সোহরাওয়ার্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এ বিষয়ে বুধবার দিনগত রাত ১২ টার দিকে অভিযুক্ত পাঁচ জনসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে ডেমরা থানায় অভিযোগ করেন।
অভিযুক্তরা হলো -ডেমরা মোঘলনগর এলাকায় বসবাসরত লক্ষীপুর রামগঞ্জ থানার শেফালীপাড়া গ্ৰামের ইদ্রিস মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৮), একই এলাকায় বসবাসরত বারেকের ছেলে মো. আল-আমিন (২৭), রুবেল মিয়া (২৮), সাদ্দাম (২২) ও যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে বসবাসরত সাব্বির হোসেন জয় (২০),
এ ঘটনায় সহকর্মী নাজমুল হাসান (৪৯) ও এ.আর হানিফ (৪৫) সোহরাওয়ার্দীকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকিয়ে রাখে ওই দুর্বৃত্তরা। পাশাপাশি ভুক্তভোগীর সাথে থাকা প্রায় ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

এবিষয়ে ভুক্তভোগী সোহরাওয়ার্দী বলেন, সংবাদ সংগ্রহের জন্য ঘটনার দিন মোগল নগর চৌদ্দগ্রাম টাওয়ারের সামনে একটি বাসায় অভিযুক্তরা আমার উপর অতর্কিত হামলা চালায় ও নগদ ২৭৫০ টাকা নিয়ে পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তদন্ত মো. ফারুক মোল্লা বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে এ বিষয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামিরা পলাতক থাকায় তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা