নবীনগরে সাবেক এমপির গাড়িবহরে হামলা, আহত ২

বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে মোটরসাইকেল যোগে এসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এমপি অক্ষত অবস্থায় থাকলেও তাঁর ব্যক্তিগত পিএস সাইফুর রহমান সোহেল ও গাড়িচালক ফারুকসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সলিমগঞ্জ সরকারি হাসপাতালে সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সপরিবারে তার নিজ এলাকার
ফতেপুর ইউনিয়নের বাসারুক গ্রামে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজ বিকেলে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল শিকদারের সভাপতিত্বে, সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে সলিমগঞ্জ সরকারি হাসপাতালে সামনের সড়কে
এলে ক্যাসিনো সাঈদের অনুসারী আমিনুল, ইশতিয়াক, রুবেল,সহ ১০-১২ জন অতর্কিতভাবে পিস্তল, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

তখন বাজারের লোকজন এগিয়ে এলে পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলায় আহত সাইফুর রহমান সোহেল বলেন, ‘হঠাৎ করে আক্রমণকারী আমিনুল আমাকে বলে, সামনে সাঈদ ভাইয়ের সাথে দেখা করতে হবে। আমি যেতে অস্বীকৃতি জানাই। এ সময় গাড়ির গ্লাস বন্ধ করে দেওয়া হয়। এ কে এম মমিনুল হক সাঈদের সন্ত্রাসীরা তাদের হাতে থাকা রড দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে।’

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমপি সাহেব যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে মনোহরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর আহত ৪

 

কুমিল্লা প্রতিনিধিঃ

বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে কুমিল্লা মনোহরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘর, দোকান ভাংচুর ও হামলায় অন্তত ৪/৫ জন আহতের অভিযোগ উঠেছে।
১১ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া গ্রামের উপজেলা যুবদলের নেতা রহমত উল্লাহ জিকু বাড়িতে ও আশিরপাড় বাজারে ইব্রাহিম মিয়ার কাপড় দোকানে এ ঘটনা ঘটে।
মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, সারা দেশের ন্যায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে মনোহরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এর মধ্যে শনিবার দুপুরে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে ও দোকানে হামলা চালান। হামলার ঘটনায় বিএনপির কর্মী ইব্রাহিম, অজি উল্লাহ, ও মনির হোসেনসহ ৪/৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহত বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু ভাইয়ের বাড়ীতে সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩০-৩৫ জন সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের ঘরে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় বিদ্যুৎ লাইন বন্ধ করে লুটপাট করার চেষ্টা করলে বাড়ির স্বজনদের আত্মচিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু বলেন, মৈশাতুয়া ইউনিয়ন এলাকায় বিএনপির পদযাত্রার কর্মসূচি শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়।পরে আমাকে বাড়িতে না পেয়ে সন্ধ্যায় দিকে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনা আমার জানা নেই, এছাড়াও গতকাল শনিবার আমার এলাকায় হাজিপুরা গ্রামে ওয়াজ মাহফিলে আমি উপস্থিত ছিলাম।মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিউল আলম বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ও তাদের বাড়ি ঘর ভাংচুরে কোনো অভিযোগও থানায? আসেনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি