1. md.zihadrana@gmail.com : admin :
মুগদায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন নিঝু সহ আটক ৩ - দৈনিক সবুজ বাংলাদেশ

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ৩:৪৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা এমপির স্বজন পরিচয় দেয়া ড্রাইভারের কব্জায় রিকশাচালকের জমি জামিনে মুক্তি পেলেন প্রক্টর দ্বীন ইসলাম প্রতারক সালমান মুন্সি (তুহিন) আগের বৌকে ডিভোর্স না দিয়ে অন্যের বৌ নিয়ে ঘর সংসার সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি.আগষ্টিন পিউরিফিকেশন ডেমরায় ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছেন টিআই মৃদুল পাল বরিশালের জিএস ল্যাবরেটারীজ আয়ুর্বেদিক এর কথিত চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের বিরুদ্ধে এলএমএল পদ্ধতিতে ঔষধের উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি সংগঠিত রফিকুল ইসলাম সিয়াম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের সম্পদ দেশ-বিদেশে: আছে অর্থ পাচারের তেলেসমতি
মুগদায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন নিঝু সহ আটক ৩

মুগদায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন নিঝু সহ আটক ৩

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মুগদা এলাকা থেকে তিন জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুগদা থানার পুলিশ সদস্যরা। জানাযায় গত ২২জানুয়ারী সোমবার সন্দা ৭/৪৫মিনিটে গোপন সংবাদ পেয়ে মুগদা থানার ওসি তারিকুজ্জামান এর নির্দেশে এস আই আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তার সহকারী পুলিশ সদস্য দের নিয়ে গ্রীন ম‌ডেল টাউন ইসলামী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন নিঝু ও তার সহ‌কারী মো: জ‌নিকে ৩৫০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট ১কেজি গাঁজা ও এক‌টি প্রাই‌ভেটকার চালক সহ আটক করে। মুগদা এলাকার একজন বাসিন্দা দৈনিক গনজাগরণের সাংবাদিক দের বলেন নিঝু একজন পেশাদার মাদক ব‌্যাবসায়ী সে প্রকাশ্য দীর্ঘদিন যাবত মানিকনগর ওয়াসা রোড নিজ বাড়ী‌তে মাদকের স্পট ক‌রে জমজমাট ব্যাবসা চালিয়ে যাচ্ছে যার ফলে যুব সমাজ‌কে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পুলিশের কঠোর নজরদারিতে ও তাদের চোখ ফাঁকিদিয়ে চালিয়ে যাচ্ছে নানান রকমের মাদক বানিজ্য মুগদা থানার ওসি তারিকুজ্জামান আসার পর থেকে কিছুটা নিয়ন্ত্রণে আসছে নিঝুর মাদক বানিজ্য। কিছু আগেও তাদের মাদকের স্পটের কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তাকে গ্রেফতারে এলাকার বসবাস কারী লোকজন জানতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ ক‌রে, জনসাধারণেরা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাহা‌তে জনগ‌নের নিকট পু‌লি‌শের ভাবমূ‌র্তি বৃ‌দ্ধি পেয়েছে।মুগদা থানার ওসি তারিকুজ্জামান মুগদা থানা যোগদানের পর থেকে জুয়া, মাদক, দেহ ব্যবসায়ী সহ নানান রকমের অপরাধীরা রীতি মত আতঙ্কে রয়েছেন। ওসি তারিকুজ্জামান বলেন অপরাধীরা যে যতই ক্ষমতাশালী হোক তার বিরু‌দ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।কুখ্যাত আসামীদের মুগদা থানা সহ বিভিন্ন থানার অস্ত্র ও মাদকের ২৩‌টি মামলা আ‌ছে।‌ তাদের বিরুদ্ধে নিয়‌মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »