ঢাকার আশুলিয়ায় ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ডামি নির্বাচন পরবর্তী বিএনপির সহ- পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এম,পি ঢাকা-১৯ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আশুলিয়া থানা ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ ফ্রেব্রুয়ারী ২৪ইং শনিবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়। এসময় আশুলিয়া থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা জেলা উওর ছাত্র দলের সাবেক আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,৭ জানুয়ারি নিজেদের মধ্যে একটি প্রহসনের অনুষ্ঠানের আয়োজন করেছিলো বর্তমান অবৈধ অগণতান্ত্রিক সরকার। বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঘৃণাভরে সেই অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করেছেন। আমরা হতাশ নই, আগামী দিনে বিএনপির যেকোনো আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব। আমাদের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আশুলিয়া থানা ছাত্রদল আরো সুসংগঠিত ও শক্তিশালী করব। আমি চলমান বিএনপির সকল আন্দোলন সংগ্রামে,সকল কর্মসূচিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছি – হরতাল, অবরোধ, বিক্ষোভ-মিছিলে সাহসি ভূমিকা রেখেছি। আমাকে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত করা হলে অতি দ্রুত ঢাকা জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি পুনর্গঠন করে ত্যাগী, নির্যাতিত ও সাহসী নেতৃত্ব তৈরির মাধ্যমে সংগঠনকে বেগবান করব। ইন শাহ আল্লাহ। আন্দোলন- সংগ্রামে যে সকল ছাত্রদল নেতৃবৃন্দ জীবন বাজি রেখে রাজপথে ছিল তাদেরকে প্রত্যেকটি কমিটির ক্ষেত্রে মূল্যায়ন করা হলে এক দফা দাবি বাস্তবায়নের আন্দোলন জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী দিনগুলোতে আন্দোলন-সংগ্রাম সফল করার লক্ষ্যে যে সকল ইউনিটে তথা জেলা, থানা,পৌর, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে কমিটি নেই দ্রুত সে সমস্ত ইউনিটে কমিটি গঠন করা প্রয়োজন। আমাদের দৃঢ় বিশ্বাস ছাত্রদলের নেতৃত্বেই বর্তমান অবৈধ, বাকশালী, ভোটার বিহীন স্বৈরাচার সরকারের পতন হবে। ইন শাহ আল্লাহ।

চারদিনের বৃষ্টিতে ডুবে আছে আমতলী, নিস্কাশন না থাকায় দুর্ভোগে লাখো মানুষ

চারদিনের বৃষ্টিতে ডুবে আছে আমতলী, নিস্কাশন না থাকায় দুর্ভোগে লাখো মানুষ

মো: আল আমিন (বাবু), আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত চারদিন ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে আমতলীর মাঠ-ঘাট তলিয়ে গেছে। দ্রুত পানি নিস্কাশন না হওয়ায় পানি বন্দি হয়ে পরেছেন উপজেলার লাখো মানুষ।

জানাগেছে, গত চার দিনে আমতলীতে ১৪০.৫৮ মিমি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে উপকুলীয় অঞ্চল আমতলী উপজেলার মাঠঘাট পানিতে তলিয়ে আছে।

পানি বন্দি হয়ে হয়েছে উপজেলার অন্তত লাখো মানুষ। পানির নিচে তলিয়ে রয়েছে আউশের বীজতলা ও মাছের ঘের। শুক্রবার তেমন বৃষ্টি না হলেও মাঠ, ঘাটের পানি তেমন নিস্কাশন হয়নি।

উপজেলার কুকুয়া ইউনিয়নে সরজমিন ঘুরে দেখা গেছে, পানির নিচে তলিয়ে রয়েছে আউশের বীজতলা ও মাছের ঘের – পানের বরোজ।

কৃষকরা জানান, বীজতলা পঁচে গেলে নতুন বীজতলা তৈরি উপায় নেই। কিছু বীজ পানির ওপরে ভাসছে। ওই বীজের ওপর ভরসা করা যায় না।

এদিকে স্লুইসগেট জলকপাটের খুবই খারাপ অবস্থা, বিগত ৫ বছর আগে শেষ বারের মতন সংস্কার করা হয়েছে। জোয়ারে পানি ওঠে আবার ভাটায় পানি নামে।

কিন্তু যতটুকু নামা প্রয়োজন ততটুকু নামছে না। এভাবে পানি নামলে ৮ দিন লাগবে মাঠের পানি কমতে।

শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌর শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে।

জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার পৌর শহরের নিমাঞ্চলের বসবাসকারী মানুষের ঘরে পানি ওঠেছে।

স্বেচ্ছাসেবকরা তাদের সহায়তা করছে। এছাড়া আমতলী উপজেলার জোয়ারের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহিরের এলাকা তলিয়ে গেছে। তারা অতিকষ্টে দিনাতিপাত করছে। হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের শিবলী শরীফ বলেন, পানিতে মাঠ-ঘাট থৈ থৈ করছে। তেমন পানি নিস্কাশন না হওয়ায় পানি বন্দি হয়ে পরেছি।

আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম বলেন, আমতলি একটি মডেল পৌরসভা তারই অবস্থা খুব খারাপ, এখানে শুধু পানি আর পানি। পানির কারনে ঘর থেকে বের হতে পারছি না। নানান রোগ বালাই নিয়ে এখন বসবাস করছি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হিমেল মিয়া বলেন, উপজেলার অনেক স্লুইসগেট জলকপাট নেই।
ফলে জোয়ারে পানি ওঠে, আবার ভাটায় পানি নামে।

তার উপরে অতিবৃষ্টির পানিতে মাঠ-ঘাট তলিয়ে আছে। সব মিলিয়ে পানি নিস্কাশন হতে সময় লাগবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি