ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে পুরুষদের ফাঁদে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে বিভিন্ন বয়সী পুরুষদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর অভিজাত এলাকা বনানীর তুলনা আল হারুন নামে মধ্য বয়সী নারী মডেলের বিরুদ্ধে। ব্ল্যাকমেইল ও প্রতারণার দায়ে একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। কিছুদিন পূর্বে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইন লঙ্ঘনেরও গ্রেফতার করা হয়েছিলো তাকে; কিন্তু জামিনে ফিরে আবারো শুরু করেন পুরুষদের ফাঁদে ফেলার কাজ। তুলনা আল হারুনের টার্গেটে থাকে ধনী বয়স্ক পুরুষরা। যাদের ফাঁদে ফেলে হাতিয়ে নেন টাকা, স্বর্ণ ও ডায়মন্ড।
জানা গেছে রাজধানীর অভিজাত পরিবারের ছেলেদেরও টার্গেট করে শুরু করছেন ব্ল্যাকমেইল। অশ্লীল ছবি দিয়ে বাগে আনার পর ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তুলনা।
গুলশানের স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী রইসুল ইসলাম জুয়েল বলেন, আমাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তুলনা। এছাড়াও সম্মানহানি করেছে সে। শুধু আমি না এরকম অনেক ছেলেদের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।ব্ল্যাকমেইলিং করাই তার পেশা। এছাড়া অন্যান্য ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করলে তারাও একই কথা জানান।
আইনশৃঙ্খলা বাহিনীকেও চোখ ফাঁকি দিয়ে কৌশলে তুলনা আল হারুন চালিয়ে যাচ্ছে ব্ল্যাকমেইলিং কাণ্ড। তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে বেপরোয়া হয়ে উঠবেন তিনি। এ বিষয়ে তার সাথে বার বার যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

আবহাওয়া ডেস্ক :

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল। মেঘালয় থেকে ১২ কিমি দূরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে কেঁপেছে ভারতও।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কিমি দূরে।রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪।

 

সবা:স:জু- ৩৬৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি