চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ)এর ইফতার সম্পূর্ণ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ)উদ্যোগে কোরআন হাফেজও এতিমদের নিয়ে ইফতার সম্পূর্ণ ও
রাতে অসহায় পথচারীদের মাঝে সেহেরি বিতরণ করা হয়।

শনিবার (২৩ মার্চ )বিকেলে একঝাঁক তরুণ ও পেশাদার সাংবাদিকের সমন্বয়ে (সিআরএ) সিনিয়র সহ সভাপতি
আজিজুল হক আজিজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন সঞ্চালনায় এ সময় সংগঠনে যুগ্ম সা: সম্পাদক বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক,রবিউল হোসেন,মো: রাশেদ, দপ্তর সম্পাদক মো: আশরাফ, সহ-দপ্তর সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদ সাইফুদ্দিন রমিজ, সহ-প্রচার সম্পাদক রুবেল দাশ, সহ-আপ্যায়ন সম্পাদক, আবুল হাসানাত মিনহাজ।এছাড়া কার্যকরী সদস্য নজিব চৌধুরী,মো: সাঈদ,রাজু আহম্মেদ, এবাদুল হক প্রমূখ।

গণপূর্ত প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গণপূর্ত প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামে অভিযান চালিয়েছে। সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলে জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি দুদকের নজরে আসে।

দুদক সূত্রে জানা গেছে, গত ১১ই মে চট্টগ্রাম জোনের বাংলাদেশ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ এক মানববন্ধনে গণপূর্তের প্রকৌশলী জহির রায়হানকে অপসারণের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, কমিশন বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার টেন্ডার নিয়ে কোড বিক্রি ও একচেটিয়া নিয়ন্ত্রণ করছেন জহির রায়হান। এছাড়া অভিযোগ রয়েছে, ঠিকাদারদের নিকট থেকে সুবিধা না পেলে তাদের কাজ বন্ধ রাখা, বিল পাশ করতে গড়িমসি করা এবং ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

এ ধরনের অভিযোগের ভিত্তিতে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম সম্প্রতি গণপূর্ত বিভাগের চট্টগ্রাম অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংশ্লিষ্ট প্রকল্পের বিভিন্ন নথিপত্র, বিল, টেন্ডার কার্যক্রমের কাগজপত্র কিছু নথি সংগ্রহ করা হয়েছে। এসব নথি যাচাই-বাছাই করে প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে দুদক।

দুদক সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, এ বিষয়ে প্রকৌশলী জহির রায়হানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম গণপূর্ত বিভাগে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠলেও অনেক ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ না হওয়ায় ঠিকাদার ও নাগরিক মহলে ক্ষোভ তৈরি হয়। তবে এবারের ঘটনায় দুদকের সক্রিয়তা নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সচেতনমহল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি