চৌদ্দগ্রামে পুকুরের মালিকানা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা দেবীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার যৌথ মালিকানা পুকুরকে কেন্দ্র কওে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের আলোকে জানা যায়- বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা বসত বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। উক্ত পুকুরের মালিকানা নিয়ে একই গ্রামের মেহরাজ মজুমদার, শিপন মজুদার, ফয়সাল আহমেদ, রাতুল মজুমদার ও কামরুল হাসান রবিন গংদেও সাথে বিরোধ চলে আসছিলো।
সামজিকভাবে একাধিকবার বসা হলেও এর কোন সুরাহা হয়নি।
যার ফলশ্রুতিতে গত ১৪ই এপ্রিল দুপুরে উল্লেখিত বিবাদীগণ সম্পূর্ণ বেআইনি ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উক্ত পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার সময় বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার ভাতিজা মো: এনাম হোসেন হোসেন বাধা দিলে বিবাদীগণ তার উপর অতর্কিত হামলা করে। তার শোর চি“কারে অপরাপর বিবাদীগণ ছুটে আসলে বিবাদীগণ তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
উক্ত ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার ছেলে মো: আব্দুল মোতালেব, ২ ভাতিজা এনাম হোসেন ও মো: শাহরিয়া গুরুতর আহত হয়। এনাম হোসেন অবস্থা আশংকা জনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা বলেন- দীর্ঘদিন যাবত এ বিবাদীগণ আমাদেরকে বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন কওে আসছে। এখন আবার আমাদেও প্রাণে মেওে ফেলার হুমকি দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন- একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অপমান সইতে না পেরে বুড়িচংয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে নাছরিন আক্তার রুপা(১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। (৫ অক্টোবর ২০২২) বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নাছরিন আক্তার রুপা শংকুচাইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

নিহত নাছরিন আক্তার রুপা’র বাবা আব্দুল মালেক জানান,পিতৃসম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই সৈয়দ আলীর দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল।তাদের এ বিরোধের জেরে সমাধানের লক্ষ্যে গ্রাম্য সালিশ বসে। সেখানে মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানমূলক কথাবার্তা তুলে চাচা সৈয়দ আলী। গত বুধবার সকালে রুপার বাবা আব্দুল মালেক তার কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়িতে স্ত্রী,ছেলে-মেয়ের সাথে সৈয়দ আলীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচা সৈয়দ আলীসহ স্ত্রী, মেয়ে রুপাকে বেশ্যা বলে গালি দেয় এবং অপমানমূলক কথাবার্তা বলে। এ মানসিক আঘাত সইতে না পেরে ওই দিন বিকেল ৩টার সময় পরিবারের অজান্তে আব্দুল মালেকের পূর্ব ভিটার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তীরের সাথে সাদা উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা-ভাই ও স্থানীয়রা দরজা ভেঙে রুপাকে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। খবর পেয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমানের নির্দেশনায় এসআই আব্দুল জব্বার কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থলে গিয়ে নিহত রুপার চাচা ও তার পরিবারকে পাওয়া যায়নি বলে পুলিশ জানান। বাড়িতে এসে মেয়ে লাশ দেখে বাবা আব্দুল মালেক অসুস্থ হয়ে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বৃহস্পতিবার সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে সৈয়দ আলীর পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও গ্রামের জলিল সর্দার দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা -র প্রতিনিধিকে জানান, আত্মহত্যার বিষয়টি শুনেছি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমান কলেজ ছাত্রী নাছরিন আক্তার রুপার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,থানাতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে আত্মহত্যা কি কারণে করেছে তা সঠিক কারণ জানা যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম