প্রতারক সালমান মুন্সি (তুহিন) আগের বৌকে ডিভোর্স না দিয়ে অন্যের বৌ নিয়ে ঘর সংসার

মোর্শেদ মারুফ

ফরিদপুর, ভাঙ্গা উপজেলা, ঘারুয়া ইউনিয়ন বামনকান্দা গ্রামের লুৎফর রহমান মুন্সীর ছেলে সালমান মুন্সী তুহিন (৩১) একজন প্রবাসীর স্ত্রী সায়মা খাতুনকে মিথ্যা আশ্বাস দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিলেন সালমান মুন্সি তুহিন। পর্যয়ক্রমে সায়মা বিয়ের কথা বললে এলাকার সহকারী কাজী দিয়ে বিয়ে পড়ানো হয়, কিন্তু সন্তান যখন গর্ভে আসে ঠিক তখনই সালমান মুন্সি তুহিন বলেন এ বিয়ে বৈধ নয়! সাড়ে নয় বছরে তাদের বিয়ে হয় তিন বার, তার মধ্যে শেষের বিয়ে প্রবাসী স্বামীকে ডিভোর্স দেওয়ায় সালমান মুন্সি।
শুধু তাই নয় সায়মা আক্তার এর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এ পর্যন্ত প্রায় কোটি টাকা।
ঢাকা থেকে একটি অনুসন্ধানী টিম অনুসন্ধান করতে গেলে অনেক তথ্য বেরিয়ে আসে যা ভিডিও সহ অনুসন্ধান টিমের কাছে সংরক্ষিত রয়েছে।
সালমান মুন্সির পরিবার আর্থিক ভাবে অসচ্ছল থাকা সত্ত্বেও সরেজমিনে গিয়ে দেখা যায় ফাউন্ডেশন দেওয়া বাড়ী তার মধ্যে তিন তলা কমপ্লিট আর একটি আইস ক্রিম ফ্যাক্টরী দেখা যায় ছোট পরিসরে তাহলে সালমান মুন্সি তুহিন কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন, সায়মার অভিযোগ, সালমানের সঙ্গে সু-সম্পর্ক থাকাকালীন সময় প্রায় রাতেই তাঁর অজান্তে তাকে ঘুমের ঔষধ খাওয়ানো হতো। সেই সুযোগে তাঁর ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের চেক, নগদ অর্থ ও স্বর্নালংকার সহ বিয়ের কাবিন নামা চুরি করে পালিয়ে যায় সালমান।
তারপর থেকে সায়মা আক্তারের ফোন ধরেন না এমনকি বাসা বাড়ীতে সালমান যায় না।
সালমান মুন্সি তুহিন অনুসন্ধান টিম কে বলেন সায়মার সাথে কোন অনৈতিক সম্পর্ক ছিলো না তার সাথে আত্বীয়তার সম্পর্কে যাতায়াত ছিলো।
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের তথ্য অনুযায়ী দেখা যায় সায়মার গর্ভের সন্তান ডি এন্ড সি করতে স্বামীর নাম উল্লেখ রয়েছে।
তাকে গর্ভের সন্তানের বিষয় জিজ্ঞাসা করলে বিষয়টি অস্বীকার করে বলেন অভিভাবক হিসাবে তাকে হসপিটালে ভর্তি করিয়াছি।
হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে বাচ্চার বাবা হয়ে সেই বাচ্চাকে আবার হত্যা করে অস্বীকার করে এ কেমন নর পিশাচ।
অনুসন্ধান টিমের বুঝতে আর বাকি নেই সালমান মুন্সি তুহিন একজন প্রতারক বর্তমান তার নামে ফরিদপুর জেলা দায়রা জজ আদালতে মামলা চলমান যাহার ধারা-৪৯৩/৩১৫/৩১৬
এই প্রতারক আরেকজন কে বিয়ে করেছে সেও প্রতারক নাম আরিফা আক্তার বাড়ী বরিশালের উজিরপুরে সে তার আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে প্রতারক সালমান কে বিয়ে করেছেন তার বিয়ে বৈধ হয় কিভাবে? তাদের বিয়ের কাবিন নামা চাইলে তারা বলেন কাবিন আছে দেখতে চাইলে তারা দেখাতে পারিনি তাহলে কি এটাও বিয়ের নামে প্রতারণা?
সায়মা আক্তার সঠিক তদন্তের মাধ্যমে বিচার চেয়েছেন বিচার বিভাগে।

ঢভ্কল এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

জুয়েল রানাঃ

ঢাকা মহানগর পুরাতন গাড়ী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ( ঢভ্কল) এর ১৩ তম বার্ষিক সভা ও মিলাদ মাহফিল আজ ১৬ এপ্রিল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ অনুষ্ঠিত হয়েছে।

ঢভ্কল এর সভাপতি কাজী মহিদুল ইসলাম এর সভাপতিত্বে এই বার্ষিক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢভ্কল এর সাধারণ সম্পাদক বায়োজিত হোসেন সুজন।

সভাপতি’র বক্তব্যে কাজী মহিদুল ইসলাম বলেন,
পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের এই ব্যবসাটিকে এখনো অবহেলার চোখে দেখা হয়। এই অবস্থার পরিবর্তন দরকার, আমাদের অধিকার আমাদের মর্যাদা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি আরও বলেন, সকল ব্যবসায়ীদের এক ছাতার নিচে একত্রিত করে বাণিজ্যিক মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে একটি বাণিজ্যিক সংগঠন প্রতিষ্ঠা করতে চাই। এরপর তিনি বাণিজ্যিক সংগঠনের সুবিধা সমূহ নিয়ে আলাপ-আলোচনা করেন এবং সংগঠনের উন্নয়নমূলক ও প্রয়োজনীয় নানা দিক তুলে ধরেন।

ঢাভ্কল এর সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন সুজন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সংগঠনের উন্নয়নমূলক নানা এজেন্ডা উপস্থাপন করেন এবং সদস্যগণের প্রকাশ্যে মতামত গ্রহণ করেন। সদস্যগণের মতামতের ভিত্তিতে সংগঠনের উন্নয়নমূলক এজেন্ডাগুলো চূড়ান্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন-
ঢাভ্কল এর সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম সম্পাদক হাজী মোঃ হানিফ মোল্লা, কোষাধক্ষ্য মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-
ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ খোকন প্রধান, মোঃ ফয়সাল আহম্মেদ, কে এফ রহমান হীরা, শ্রী খগেন বাবু, জসীম উদ্দীন দিপু ও মীর আতাহারুল ইসলাম সহ সংগঠনের সর্বস্তরের সদস্য।
অনুষ্ঠান শেষে সন্মানিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি কাজী মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন সুজন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন