পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী থেকে শনিরআখড়া

স্টাফ রিপোর্টার:

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ যাত্রাবাড়ী থানা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা।

এ সময় যাত্রাবাড়ী টোল প্লাজায়ও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।

উপস্থিত থাকা একজন আন্দোলনকারী বলেন, পুলিশের জন্যই সবকিছু হলো। আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পরে পুলিশ গুলি, গ্যাস মারে। শিক্ষার্থীদের অবরোধের কারণে বাইরে থেকে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে এখন পর্যন্ত ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে।

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা 

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে ।

আজ শনিবার বিকেলে উত্তর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি। এ সময় অতরর্কিত ভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী ইট,পাটকেল ছুরে মারে। অপরদিকে ট্রাক আফিস প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, বিএনপির শান্তি পূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে মঞ্চ ও ৮০ টি চেয়ার ভাংচুর করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম