বিমানবন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসা বন্ধের অভিযোগ, হামলা ভাংচুর লুটপাট

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমান বন্দর এলাকায় একজন প্রতিষ্ঠিত সিএন্ডএফ ব্যবসায়ীকে ব্যাবসা করতে না দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা। তার এই হুমকির পেছনে অপর একজন ব্যবসায়ীর ইন্দনের অভিযোগ করেছেন ঢাকা কাস্টমস এজেন্ট রুবেল মিয়া। অভিযোগে তিনি বলেন, তার অফিস কক্ষ ভাংচুর, সাতটি কম্পিউটার দুটি এসি খুলে নিয়ে বাকী মালামাল পুড়িয়ে দেয় তার প্রতিপক্ষ একটি গ্রুপের ব্যবসায়ী। বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। তবে হামলায় অংশগ্রহণকারীরা সবাই স্থানীয় যুবলীগের নেতাকর্মী ও সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর কর্মচারী।
অভিযোগে জানাগেছে, বিএনপি নেতা আসলামের ছোট ভাই বিমানবন্দর যুবলীগ নেতা কাউছার ও সিনথিয়া ট্রেড এর কর্মচারী অপর যুবলীগ নেতা কাইয়ুম এর নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট রুবেলের মালামাল লুটকরে নিয়ে যায় এবং তার স্টাফদের মারধরও করে। রুবেলকে বিমানবন্দরে ব্যবসা করতে দেওয়া যাবে না বলে একাধিক মাধ্যমে তদবিরও করছেন বিএনপি নেতা আসলাম। নিজের ব্যবসা পরিচলায় হুমকিতে আছেন জানিয়ে এজেন্ট রুবেন মিয়া বলেন, আমাকে বিমানবন্দরে ব্যবসা করতে দিবে না বলে ক্রমাগত হুমকি দিচ্ছে। আমার আপন চাচা সিনথিয়া ট্রেড এর মালিক শাহজাহান ইতিপুর্বে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে ২০ টির বেশী মামলা দেয়, হয়রানিমুলক এসব মামলায় আমি জেলও খাটি। এছাড়া অনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন বাহিনী দিয়ে উঠিয়ে নিয়ে যায়। আল্লাহ অশেষ কৃপায় আমি এখনো বেচে আছি। বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আমার চাচা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির যুক্ত। এখন তিনি এবং স্থানীয় এক বিএনপি নেতাকে দিয়ে আমার ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমাকে এয়ারপোর্টে ব্যবসা করতে দিবে না বলে নানা হুমকি দিচ্ছে। এখন আমি নিরাপত্তা হীনতায় আছি। এ বিষয়ে থানা লিখিত অভিযোগ করেছি আমি।
এ বিষয়ে বিএনপি নেতা আসলামের বক্তব্য চাইলে ফোনে কোন কথা না বলে সামনে এসে কথা বলতে বলেন। পরে তিনি ফোন কেটে দেন।
বিমান বন্দর এলাকায় খোজ নিয়ে জানাগেছে, রুবেলের চাচা শাহজাহান ঢাকা কাস্টমস এর একজন প্রভাবশালী এজেন্ট। অনেকেই তাকে মাফিয়া বলেই চিনে। নিজের ব্যবসা ধরে রাখতে হেন কোন অপকর্ম নাই যা করে না। কাস্টমস এর কিছু অসাধু কর্মকর্তাকে হাত করে পর্ণ্য খালাসে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় শাহজাহান। যা ঢাকা কাস্টমস এ সবাই অবগত। এসব বিষয়ে সংবাদ করতে গিয়ে বিমান বন্দর এলাকায় অনেক সাংবাদিকও নাজেহাল হয়েছেন। এ বিষয়ে শাহজাহানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি কারো ব্যবসা বন্ধ করি নাই।

সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করতে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালৈ সচিবালয়ের ৭ নং ভবনের চারপাশ ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে অন্তর্র্বতীকালীন সরকারের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান, শ্রম সচিব এ এইচএম সফিকুজ্জামান, পুলিশ প্রধান বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ষষ্ঠ তলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করেন। সকাল আটটা পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন।

 

সবা:স:জু- ৫১৫/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি