ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, আহত ৫

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে যান সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। কলেজ প্রাঙ্গণে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এসে আশরাফের গতিরোধ করেন। মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। বিকাল ৩টার দিকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা চালান।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বলেন, ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেন। দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া লোহার রডের আঘাতে আমাদের আরও চার নেতা আহত হন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, শরীফুল ইসলাম, নাঈম ভূঁইয়া ও সদস্য শোয়াইবুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরে নেতৃত্ব দিয়েছেন ছাত্রশিবির চট্টগ্রাম নগরের (উত্তর) নেতাকর্মীরা।’

তবে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম কলেজ শাখা কমিটি এখনও প্রকাশ্যে আসেনি। ছাত্রদলের অভিযোগের বিষয়ে ছাত্রশিবির চট্টগ্রাম নগরের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম ঢাকায় আছেন বলে জানান। ওই কমিটির সাধারণ সম্পাদক তানজীর হোসেন বলেন, ‘বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি। তবে হামলার সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’

নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে বলে শুনেছি। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা সাংবাদদাতা:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী সুমন মেজরকে (অব.) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ চারটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তার অবস্থান ঢাকায় থাকার খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ গুলশানে অভিযান চালায় এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত তিনটি হত্যাকাণ্ডসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রোববার দিবাগত রাতে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরের মধ্যে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।

গ্রেপ্তারের পর সোমবার ভোরেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয় এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান