গুলশান বনানী স্পা মাদক সহ গডফাদার কে এই শহীদ?  খুঁটির জোর কোথায়!

স্টাফ রিপোর্টার:

গুলশান বনানীতে স্পার আড়ালে দেহব্যবসার প্রবণতা ক্রমাগত ভাবে বেড়ে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা বলছেন প্রতিনিয়ত এসব প্রতিষ্ঠানে অসামাজিক কার্যকলাপ ঘটলেও নির্মূলে পুলিশের নজরদারি একেবারে নেই বললেই চলে।গত কয়েক মাস ধরে এতোটাই উন্মুক্ত ভাবে এসব ব্যবসা নামক প্রতিষ্ঠানগুলোতে অশ্লীল কার্যক্রম চলছে তা বলার মতো নয় ।

ছেলে মেয়েদের হাতে স্মাট ফোন তুলে দিয়ে আরো বিপাকে পড়েছি আমরা পিতামাতারা এসব ব্যবসায়ীরা বিভিন্ন ইঙ্গিত দিয়ে যে ভাবে তাদের প্রচারণা করছে তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা অনিরাপদ হয়ে পড়েছে।এই সমস্ত কার্যকলাপ পরিচালিত প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নির্মূলকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না।যেহেতু আমরা এখানকার বাসিন্দা নিরাপত্তা জনিত কারণে নিজেরা সরাসরি অভিযোগ না করলেও বিভিন্ন ভাবে সংশ্লিষ্টদের কাছে প্রতিকারের লক্ষে অভিযোগ করানো হয় কিন্তু কোন সুফল পাওয়া যাচ্ছে না।

যেমন এই রকম ব্যবসা পরিচালিত হয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা ও জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে গত কয়েক মাস পূর্বে একটি সাংবাদিক সংগঠন ও কয়েক জন গণমাধ্যম কর্মী এসব প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার বরাবর! আলাদা ব্যক্তিরা দরখাস্ত করেন। অনেকে সামাজিক দায়বদ্ধতা থেকে অভিযোগ করলেও প্রতিষ্ঠানগুলো আরো বেপরোয়া ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

যে সকল অবৈধ স্পা প্রতিষ্ঠানগুলো মূল নায়ক এবং খলনায়ক হিসেবে পরিচালিত অপ্রতিরোধ্য ভাবে তাদের অশ্লীল উম্মাদনা চালিয়ে যাচ্ছে তার ভিতরে এক নম্বরে খলনায়ক শহিদ।
বনানী কবরস্থান ২৭ নং রোডের ৩৭ নং বাড়ির ৫ম তলায় দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যকলাপ চলছে। বিভিন্ন ঝুটঝামেলায়া পড়ে মালিকানা পরিবর্তন হয় ব্যবসা কার্যক্রম থামেনা প্রতিষ্ঠানটি বর্তমানে শহীদ নামে এক বহুরূপী ব্যক্তি পরিচালনা করছে।
শহীদ শুধু ইস্পা ব্যবহার করেন নাই অপরাধ জগতের গডফাদার। শহীদ কখনো পরিচয় দিয়ে থাকেন আমি সাংবাদিক আমাকে চেনো আমি অনেক কিছু করতে পারি। সাইনবোর্ড ব্যবহার করে একের পর এক অপকর্ম করেই যাচ্ছেন। কখনো ইয়াবা কখনো গাজা মাদক সহকারে অপরাধ জগতের গডফাদার।

স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও নিরাপদ মাদক সেবনের অন্যতম অভয়ারণ্য হিসেবে পরিণত হচ্ছে এসব সেন্টারগুলো। মানবপাচার আইনের একাধিক মামলায় জর্জরিত হয়ে ব্যবসা গুটিয়ে নেওয়া ব্যক্তিরা আবারো তাদের আগড়া গড়ে তুলতে শুরু করেছে।

গুলশান এলাকায় যে ভাবে স্পা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে তাতে মনে হয় অসামাজিক কার্যকলাপ বৈধতার স্বীকৃতি পেতে যাচ্ছে ‌।মূল কথা হচ্ছে আইন বহির্ভূত এমন কর্মকাণ্ড নির্মূল করা যাদের উপর ন্যাস্ত করা হয়েছে তারাই হয়তো চায় না এগুলো নির্মূল হোক।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসব নিষিদ্ধ কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে আগে যাও তারা একটু লোকদেখানো ধড়পাকড় করতো কিন্তু গত কয়েক মাস ধরে তার কোন চিহ্ন আর চোখে পড়ে না। দায়িত্ব এখন বখড়াবাজির গ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছে।

আবার সমাজে গণমাধ্যমের প্রয়োজনীয়তা নিষ্কিয় করতে অবৈধ ব্যবসায়ীদের কাতারে যোগ দিয়েছে এক শ্রেনীর গণমাধ্যম নামধারী দালাল চক্রের কতিপয় সদস্যরা তার ভিতরে শহীদের নাম বারবার উঠে আসছে। শহীদের সাথে বিভিন্ন ধরনের কিছু অপসংবাদিকতা ব্যবহার করে দিন রাত যাপন করছে ! এখানে এমন একটি তথ্য হাতে এসেছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল সংবাদ কর্মীদের থামানোর জন্য নানা ভাবে অর্থ প্রলোভনে ফেলছে তারা। তাদের প্রস্তাবে রাজি না হলে চলে বিপাকে ফেলার অভিনব কৌশল।এই দালাল চক্রের সদস্যরা এসব ব্যবসায়ীদের নানা রকম চটকদার আশ্বাস দিয়ে তাদের রক্ষাকবজ হয়ে পাশে থাকার আস্থা অর্জনে তৎপরতা শুরু করেছে।

নিজেদের ছত্রছায়ায় স্পা ব্যবসা রয়েছে চক্রের এমন সদস্যরা অত্যন্ত সূ-কৌশলী পন্থা অবলম্বন করে কিছু পুলিশ সদস্যদের সাথে ভিন্ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎতের নামে পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে ছবি তুলে তা স্পা ব্যবসায় জড়িতদের কাছে উপস্থাপন করে তাদের কর্তৃত্ব বাড়ানোর অপচেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে বলে একটি বিশ্বাসযোগ্য সুত্র জানিয়েছে। কখনো কোন গণমাধ্যম তাদের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করবে না বলে সাপোর্ট দেওয়ার নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে ও অন্যান্য ব্যবসায়ীদের একই আশ্বাস দিয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

চক্রের সদস্যরা নামসর্বস্ব গণমাধ্যমের কার্ড ব্যবহার করা দালাল চক্রের সদস্যদের নিয়ে সংগঠন করার পাঁয়তারা করছে। তাদের মূল উদ্দেশ্য অবৈধ কার্যকলাপ সংগঠিত হয় এমন প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের নামে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

পঞ্চগড়ে টেন্ডার ছাড়াই গাছ কাটলেন জেলা পরিষদ

পঞ্চগড় পতিনিধি :

নিয়ম নীতি তোয়াক্কা না করে পঞ্চগড়ের আটোয়ারী ও বোদা সড়কের অবৈধ ভাবে দুটি মেহগনী গাছ কাটলেন জেলা পরিষদ। এ নিয়ে সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে এই দুটি গাছ নিয়ে জেলা পরিষদ ও এলজিইডির মধ্যে মত বিরোধ রয়েছে। দু পক্ষেই নিজেদের দাবী করেন। এলজিইডির দাবী ভিত্তিহীন দাবী করেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী।
সরেজমিনে জানা যায়,রাস্তার পাশে অবৈধ স্থাপনা রক্ষার্থে মূছা আলী নামের এক ব্যক্তি গত ২৬ জুলাই/২২ তারিখে বোদা পৌরসভার মেয়র,কাউন্সিলর ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশ নিয়ে জেলা পরিষদ প্রশাসকের বরাবরে আবেদন করেন। তার প্রেক্ষিতে জেলা পরিষদ গত ১৬-১০ ২০২২ এক আদেশে প্রয়োজনীয়ও উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। সেই আলোকে গত ১৮ অক্টোবর দুপুরে জেলা পরিষদ গাছ দুটি কর্তন করেন।
গাছ কর্তন করার পরে উপস্থিত জনতা তা আটকিয়ে রাখেন। পরে স্থানীয় জনতাকে নিয়মের বাইরে থাকা একটি সুপারিশপত্র দিয়ে সেই গাছ গুলো নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা,ছবুল,মামুন ও প্রদীপ জানান, আমরা গাছের ডাল কাটলে অনেক ঝুট ঝামেলা পড়তে হয়। অথচ সরকারী মানুষ হয়ে এক ব্যক্তিকে সুবিধা দিতে গিয়ে এই অবৈধ কাজটি করেন জেলা পরিষদ। তাঁরা আরো বলেন,রক্ষক যখন ভক্ষক হয়। তখন আর কি হবে এই আইন দিয়ে। এছাড়া স্থানীয় কাউন্সিলর উক্ত ব্যক্তির কাছে মোটা অংকের টাকা নিয়ে এমন সুপারিশ করেন।
সুবিধাভোগী ব্যক্তি মুছা আলী জানান,আমি আবেদন করি। তারা কিসের বলে এটি কাটলেন তা আমার জানা নেই। তবে বাড়ির সিমানা ও ঘরের বিষয় নিয়ে তিনি কোন কথা না বলে সাংবাদিদের উপর চড়াও হন।
বোদা পৌরসভার মেয়র এ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা জানান,স্থানীয় এক ব্যক্তি গাছ দুটির কর্তনের জন্য কাউন্সিলর শাহজাহান সিরাজ ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সুপারিশ নিয়ে আমার নিকট আসলে তাদেঁর সুপারিশের প্রেক্ষিতে আমিও সেখানে সুপারিশ করি। তবে গাছ কাটার বিষয়ে আমার কিছু করার নেই। এটি জেলা পরিষদের বিষয়।
কাউন্সিলর শাহাজাহান সিরাজ জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ঠিক না। আমি মানবিক কারনে বিষয়টি সুপারিশ করি। আর গাছ কাটার বিষয়টির অনুমতি আমি দিতে পারি না। সেটি সংশ্লিষ্ট দপ্তরের বিষয়।
বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন জানান,স্থানটি পৌর সভায় হওয়ায় সেখানে মেয়র ও কাউন্সিলর সুপারিশ দিলে সেই আবেদনে আমিও স্বাক্ষর করি।
পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের জানান, গাছ গুলো আমাদের। আমি সবে মাত্র এসেছি। এভাবে কাটা হলেও পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়া করা হবে। এছাড়া জনপ্রতিনিধিদের সুপারিশের প্রেক্ষিতে আমি গাছ গুলো কর্তন করি।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম