দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন বাজারে বাজারে বিএনপির লিফলেট বিতরণ 

মাসুদ মিয়া,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে ১০ ইউনিয়নে শনিবার বিকেলে একযোগে বিভিন্ন বাজারে ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

জানা গেছে, উপজেলায় ১০ ইউনিয়নে বিএনপির টিম লিডারের নেতৃত্বে তারাকান্দা সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,বানিহালা ইউনিয়নে সেচ্ছাসেবক দলনেতা ছায়াদুল ইসলাম মন্ডল,কাকনী ইউনিয়নে বিএনপির নেতা শাজেদুল করিম খোকন,গালাগাও ইউনিয়নে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কালাম আজাদ,বালিখাঁ ইউনিয়নে তারাকান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মোতাহার হোসেন তালুকদার, ঢাকুয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন,রামপুর ইউনিয়নে বিএনপির নেতা রাসেল মন্ড়ল,কামারিয়া ইউনিয়নে বিএনপির নেতা রাকিব তালুকদার, কামারগাও ইউনিয়নে তারাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল, বিসকা ইউনিয়নে তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার নেতৃত্বে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে একযোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে দলিয় কার্যালয়ে টিমের নেতৃবৃন্দের কাছে লিফলেট তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

চিত্রনায়িকা অঞ্জনা আর নেই

বিনোদন ডেস্কঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাতে (৪ জানুয়ারি) দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে নিশাত মণি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে অবস্থার অবনতি হলে বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এই শিল্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করা অঞ্জনা নাচের গুণে দেশসেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। চলচ্চিত্র জগতে আসার আগে একজন নামি নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনা।অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

সবা:স:জু- ৬২৭/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন