ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের নয়া কমিটি গঠন

এম,এ,এস হুমায়ুন কবির,স্টাফ রিপুর্টারঃ

ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি করা হয়েছে। ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের (২০২২) কার্যনির্বাহী কমিটির সম্মেলন শেষে নতুন কমিটিতে মোঃ আবু তালেবকে সভাপতি শেখ ফরিদকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (২১ মার্চ) ঢাকা কলেজের হল রুমে এক বছর মেয়াদী ২০২২ সালের নতুন (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান হৃদয়, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম রব্বানী, আশরাফুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোরসালিন বিল্লাহ, মোঃ আরিফ, মোঃ বাপ্পি, সাকিব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম ফয়সাল অন্তর, আল মামুন, সারোয়ার হোসেন শান্ত, মোঃ ইসমাইল, মোঃ রাসেল, মোঃ মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক জে এস মিজান, শিবলী সাদিক লিসান, শামসুল আলম, এইচ এম সেলিম, হোসাইন মোহাম্মদ সেলিম, আমানত আলী, জাহিদ হাসান, আইয়ুব আলী, মোঃ ইয়াসিন, কাদির কিবরিয়া রনি, প্রচার সম্পাদক মাসুদ কবির, উপ-প্রচার সম্পাদক মোঃ জাহিদ মিয়া, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, উপ-দপ্তর সম্পাদক নয়ন কুমার দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহেদ আলী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদুজ্জামান রনি, উপ-অর্থ সম্পাদক সৌরভ পারভেজ লিমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম রেজা, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাশরিফ খোকন, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সাব্বির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, উপ ধর্ম বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ নাঈম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ, আইন বিষয়ক সম্পাদক রাকিব, উপ আইন বিষয়ক সম্পাদক আসিফ, সহ সম্পাদক জুনাইদ আহমেদ জুয়েল, তাসনিমুল হক প্রান্ত, জুয়েল, রনি, সবুজ, সদস্য মোঃ হাসান, মোঃ রশিদ, মোঃ রাফিল, মোঃ নিশাদ, মোঃ সিফাত, মোঃ ফজলুল, মোঃ আসাদ, মোঃ সারোয়ার।

নবগঠিত এ কমিটির সফলতা কামনা করে স্বাগত জানিয়েছেন ঢাকা কলেজের বিভিন্ন সংগঠন,কলেজের ছাত্র ও শুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

এবার এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৬৯০৯৭ জন

ডেস্ক রির্পোর:

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার মোট  জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।

এবার জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র।

এবছর ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ১২।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের কিছুদিন পর কয়েকটি স্থগিত পরীক্ষা সম্পন্ন হয়। রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।

এ বছর ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন, বরিশাল বোর্ডে ৬১ হাজার ২৫ জন, সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান