ফের অশান্ত মণিপুর

সবুজ বাংলাদেশ ডেস্ক:

আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। বৃহস্পতিবার রাতে ওই রাজ্যের জিরিবাম জেলায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে সশস্ত্র চরমপন্থীরা। এছাড়াও একজন আদিবাসী নারীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই নারীকে প্রথমে গুলি করা হয়, পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যার জেরে ফের আরেকবার অশান্ত হলো মণিপুর। এই সহিংস ঘটনাটি ঘটেছে হামার উপজাতীয় গ্রাম জাইরাউনে।

হামার জাতিগত ভাবে কুকিজো লোকেদের সাথে সম্পর্কিত, যারা ২০২৩ সালের ৩ মে থেকে রাজ্যের মেইতেই সম্প্রদায়র সাথে বিবাদে জড়িয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার দিন রাত ৯টার দিকে জেলা সদর দফতর জিরিবাম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।

আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) দাবি করেছে, আক্রমণকারীরা জোসাংকিম হামার নামে ৩১ বছর বয়সী তিন সন্তানের এক মাকে তুলে নিয়ে জীবিত অবস্থায় পুড়িয়ে মারার আগে তাকে গুলি করে হত্যা করে।

ওই নারীর স্বামী নুগুরথানসাং জানিয়েছেন, জোসাংকিমের উরুতে একটি বুলেট লেগেছিল। জোসাংকিম স্থানীয় হারমন ডিউ ইংলিশ জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা ছিলেন।

আইটিএলএফ জানিয়েছে, আত¦ীয়রা নুগুরথানসাং-এর বৃদ্ধ বাবা-মা এবং চার থেকে আট বছর বয়সী তিন সন্তানকে চলে যেতে দিলেও তার স্ত্রীকে ছেড়ে দিতে অস্বীকার করে। শুক্রবার সকালে ওই নারীর পোড়া লাশ বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। হামলাকারীরা কয়েকটি কুকুরকেও মেরে ফেলে এবং সাতটি দুচাকার গাড়ি নিয়ে যায় হামলার সময় ১৭টি বাড়ি ও তিনটি দোকানে আগুন লাগিয়ে দেয়।

একজন সিনিয়র অফিসার বলেছেন, বন্দুকযুদ্ধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আমাদের কাছে হামলায় কোনও মৃত্যুর খবর নেই। আমরা খুঁজে বের করার জন্য তদন্ত করছি।

মণিপুরের জাতিগত সহিংসতার জেরে ২০২৩ সালের মে থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ হাজার জন বাস্তুচ্যুত।

সবা:স:সু-৬৫/২৪

 

দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

দক্ষিণ চীনের শহর শেনজেনে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে একটি গুহা ধসে ১৩ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এএফপি এ খবর জানায়।

বাওআন জেলা জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে (১৫০০ জিএমটি) শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি “হঠাৎ ভেঙে পড়ে”।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিখোঁজদের জন্য অনুসন্ধান চলছিল এবং ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, কর্তৃপক্ষ আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

শহরের কর্মকর্তাদেরদের মতে, উদ্ধার প্রচেষ্টার জন্য বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি প্রধান এক্সপ্রেসওয়েগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২২ সালে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে জিয়াংমেনের সাথে সংযোগকারী রেলপথের নির্মাণকাজ শুরু হয়।

 

সবা:স:জু-১৮৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান