সাপ্তাহিক অগ্রযাত্রার ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ সম্মাননা অনুষ্ঠান আয়োজিত

অনলাইন ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ অডিটোরিয়ামে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে আজ (২৫ মার্চ শুক্রবার)। অগ্রযাত্রা পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব এর সভাপতিত্বে দুপুর ২ টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আরটিভির বার্তা সম্পাদক আক্তার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল খান, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পন, নিরাপদ সড়ক চাই এর যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এর কাউন্সিলর ও দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক অগ্রযাত্রা’র প্রকাশক প্রকৌশলী শরীফ আহমেদ সহ আরো অনেকেই। আয়োজনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা৷ এসময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া ৭ শহীদকে অগ্রযাত্রা পত্রিকার পক্ষ থেকে মরোনত্তর ” স্বাধীনতার অমর সূর্য সন্তান” পদক -২০২২ইং তুলে দেয়া হয় শহীদ পরিবারদের হাতে৷

অগ্রযাত্রা- স্বাধীনতার অমর সূর্য সন্তান পদক প্রাপ্ত ৭ শহীদ হলেন-

১/ শহীদ এসআই আব্দুর রহমান
৪ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

২/ শহীদ তোফায়েল ইলাহী চৌধুরী
১৩ এপ্রিল ১৯৭১সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৪/ শহীদ আবুল হাসানাত চৌধুরী।
১৩ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৫/ শহীদ সৈয়দ সিরাজুল আবদাল।
সম্ভাব্য ১৯ মে সিলেটের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ নৌফেল
৯ ডিসেম্বর, ১৯৭১ সালে ফরিদপুরের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ হিরণ্য কুমার দত্ত
১৯৭১ সালের ২ জুন চট্রগ্রামের রণাঙ্গনে শহীদ হন।

৭/ মরহুম বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রাজ্জাক
(আগরতলা ষড়যন্ত্র মামলার ১৪ নম্বর আসামী)
২০০৪ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।

এছাড়াও অগ্রযাত্রা’র পক্ষ থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উদ্দীপনামূলক “অগ্রযাত্রা কর্মদীপ্ত পদক -২০২২ ইং তুলে দেয়া হয় আরো ২৫ জনকে।

অগ্রযাত্রা কর্মদীপ্ত পদকপ্রাপ্ত ২৫ জন হলেন:-

১/ খায়রুল আলম
যুগ্ম সম্পাদক,
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

২/ আলী কদর পলাশ
সম্পাদক ও প্রকাশক,
দৈনিক এই আমার দেশ

৩/ শহীদুল আলম
সম্পাদক ও প্রকাশক , দৈনিক সময়ের সংবাদ

৪/ মোহাম্মদ মাসুদ
সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ

৫/ খালেদ সাইফুল্লাহ
সম্পাদক ও প্রকাশক-
দৈনিক ডিজিটাল সময়

৬/ সাঈদুর রহমান রিমন
সিনিয়র রিপোর্টার ও (ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ),
দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

৭ / আমিনুল ইসলাম ফিরোজ
বরিশাল ব্যুরো প্রধানঃ এশিয়ান টেলিভিশন ,
চেয়ারপার্সন- বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট

৮/ গিরিধর দে
প্রতিষ্ঠাতা ও পরিচালক –
বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

৯/ সীমান্ত সজল
বিশিষ্ট নাট্যনির্মাতা

১০/ জিল্লুর রহমান

নির্বাচন বানচাল করার জন্যই বিএনপি জামাত ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে: নাছিম

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,
দেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। বাংলাদেশ আওয়ামী লীগও চায় দেশে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, যে নির্বাচনে দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারবে। বিএনপি-জামাত কখনোই চায়না দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই তারা নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে।

শুক্রবার (৪ আগষ্ট, ২০২৩) সকালে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, শোকের মাস আগস্ট শুরু হয়েছে। ১৯৭৫ সালের এ মাসে পাকিস্তানের প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। সেই খুনিদের দলেরা এখনো বাংলাদেশে রয়েছে। এরা দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং দেশের সংবিধানকে কলঙ্কিত করেছে। এরাই দেশে সামরিক শাসক কায়েম করেছিলো। এখন তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের শান্তির জন্য রাজনীতি করে।যারা দেশে সন্ত্রাসের রাজনীতি করে এবং সন্ত্রাসী কায়দায় রাস্তা অবরোধ করে মানুষের সম্পদ নষ্ট করে, গাড়িতে আগুন দেয়, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।এই গোষ্ঠী এখনো আবার তাদের পুরনো ধারায় ফিরে গিয়েছে।এরা অগ্নি সন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন,বিএনপি-জামাত দুর্যোগে কখন মানুষের পাশে দাঁড়ায়নি। করোনা কালীন সময়ে এরা মানুষকে সহযোগিতা করেনি। আপনারা তা করেছেন। কৃষকের ধান কেটে দিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছেন।করোনায় আপনারাই অক্সিজেন নিয়ে, খাবার নিয়ে, অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে, লাশ দাফন করে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা বলতে পারি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানুষের জন্য রাজনীতি করে,সব সময় মানুষের পাশে দাঁড়ায়। মানুষের পাশে দাঁড়ানোর একটি আদর্শিক সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

ডেঙ্গু বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের পাশে দাঁড়াতে চাই।আজকে সারাদেশে শিশু থেকে আরম্ভ করে যুবক, বৃদ্ধ, সকলেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতোমধ্যে ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য ঘোষণা দিয়েছেন। দেশের মানুষকে সহযোগিতা করার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছে। ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরি করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।এটা সকল নাগরিকের দায়িত্ব। এটি কোন একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়, সকল রাজনৈতিক দলের দায়িত্ব। সবাইকে সচেতন থেকে কাজ করতে হবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াদেজ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল আলীম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহাবুবুল হাসান মাহাবুব, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, মহানগর দক্ষিণ এর সভাপতি কামরুল হাসান রিপন, উত্তর এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম সহ নেতৃবৃন্দ।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান