জবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিষয় এত সহজে সমাধানযোগ্য যে আন্দোলনের দরকার ছিল না।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে ছাত্র এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, কেরানীগঞ্জে একটা নতুন ক্যাম্পাসের অনুমোদন একনেকে নেওয়া হয়েছে, যা তারা জানে না। সেখানে হল থেকে শুরু করে সব থাকবে। এটা ঘিরে মহাপরিকল্পনা আছে, এটাকে অন্তর্বর্তী সরকারের মেগা প্রকল্পই বলা চলে।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও থেমে নেই, কাজ চলবে। শিক্ষার্থীরা অনেক জায়গায় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে, তা তদন্ত করা হবে বলেছি। শিক্ষার্থীরা সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন চাইছে, তাও ভাবা হবে ও মন্ত্রণালয় সহায়তা করবে।’

উল্লেখ্য, সোমবার সকালে ৫ দফা দাবিতে  শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন জবি শিক্ষার্থীরা।
এ সময় সচিবালয়ের সামনের সড়ক অবরোধও করেন বিক্ষুব্ধরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। পরে আলোচনায় বসার সিদ্ধান্তে দিনে কর্মসূচি স্থগিত করা হয়।

জাবিতে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবিতে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা আবাসিক হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ও হল কমিটি বাতিলের দাবি জানান।

শনিবার (৯ আগস্ট) রাতে তাজউদ্দীন আহমদ হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

মিছিলে হল পলিটিকসের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, হল পলিটিকস নো মোর’সহ নানা স্লোগান দেওয়া হয়। পরে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন, দাবিগুলো হলো-

১. সব হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ।
২. রাজনৈতিক কর্মকাণ্ড বা র‍্যাগিং-এ জড়িতদের প্রশাসনিক শাস্তির রূপরেখা প্রণয়ন।
৩. অতি দ্রুত হল সংসদ গঠন।
৪. রাজনৈতিক উপহারসামগ্রী শুধুমাত্র হল প্রশাসনের মাধ্যমে বিতরণ এবং তাতে সংগঠনের নাম/চিহ্ন ব্যবহার নিষিদ্ধ।
৫. হলের বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ।
৬. মেয়াদোত্তীর্ণ ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, হল পলিটিকসের মাধ্যমে অতীতে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব করেছে। আমরা চাই না সেই কালচার ফিরে আসুক।

বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সাকিব বলেন, হলে রাজনীতি ফিরলে গেস্টরুম, গণরুম ও আধিপত্যের রাজনীতি ফিরে আসবে।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, হুট করে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। একাডেমিক কাউন্সিলে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের