বিশ্বনাথে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি আরকুম আলী:

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬০টি স্কুল-মাদ্রাসার নবম শ্রেণীর ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০ থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চারটি হলে চলে এ পরিক্ষা।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহীনুজ্জামান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, শাহ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবুল বাশার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সাদেক আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার মেম্বার, ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ডেফোডিলের সভাপতি এমদাদ হোসেন নাঈম ও পরিক্ষা সচিবের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়। এছাড়াও পরিক্ষায় হলগুলোতে পরিক্ষকের দায়িত্ব পালন করেন সংগঠনের দায়িত্বশীল সদস্যরা। শ্রীঘ্রই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃত্তির পুরুষ্কার বিতরণ করা হবে ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এরকম আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান ডেফোডিল এসোসিয়েশনের সদস্যরা

মোতায়াল্লি অপহরণ চেষ্ঠায় জড়িত দুই পুলিশ সদস্য!

সিলেট প্রতিনিধি ॥
সিলেটের দক্ষিণ সুরমায় একটি মসজিদের মোতায়াল্লিকে নিজ বাড়ি থেকে অপহরণ চেষ্টার সঙ্গে দুই পুলিশ কনস্টেবল জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বাদীর দায়ের করা সিআর মামলা তদন্ত করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শুধু তাই নয়, ওই প্রতিবেদনে আরও দুইজনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গত ১১ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর কাছে তেমনি এক অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ ফজলে আজিম পাটোয়ারী।

অপহরণ চেষ্ঠার ঘটনায় গত ১ মার্চ আদালতে বাদী হয়ে এই মামলা করেন বেতসুন্দি ফকিরেরগাঁও গ্রামের মসজিদের মোতায়াল্লি নিজাম উদ্দিন (৬৫)।

আর এই অপহরণের চেষ্ঠার সঙ্গে জড়িত দুই পুলিশ কনস্টেবল হচ্ছেন- ব্রাম্মনবাড়িয়া জেলার নবীনগর থানার ব্রম্মণহাতা গ্রামের হেফজুল বারীর ছেলে শরীফ রানা (৩৭) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কাছিরগাতি গ্রামের ফজলুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৩০)। তার মধ্যে কনস্টেবল শরীফ রানা ২০১৫ সালের ৭ ডিসেম্বর কোতোয়ালী মডেল থানায় ৩৯২ ধারায় দায়ের করা ১১নং একটি মামলার আসামি হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে পিবিআইয়ের এই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

প্রতিবেদনে আরও দুজন আসামি রয়েছেন। তারা হলেন মোগলাবাজার থানার গঙ্গারচক আলমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিজামুল হক লিটন (৩৭)। মামলা দায়েরের পর তিনি মৃত্যুবরণ করায় তাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাকি একজন হচ্ছেন অপহরণের চেষ্ঠার মুল পরিকল্পনাকারী দক্ষিণ সুরমা উপজেলার বেতসুন্দি ফকিরের গাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুস শহিদ (৩৬)।

জানা যায়, দীর্ঘদিন ধরে বেতসুন্দি ফকিরের গাঁও নামক স্থানে থাকা শাহ আব্দুর রহিম (র,) মাজারের আধিপত্য নিয়ে আসামি আব্দুস শহীদ ও মোতায়াল্লি নিজাম উদ্দিন (৬৫) এর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে একটি নোহা গাড়ি দিয়ে নিজ বাড়ি থেকে মোতায়াল্লি নিজাম উদ্দিনকে অপহরণের চেষ্ঠা করা হয়। যা নিজাম উদ্দিনের বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজে তিনজনকে দেখা যায়। আর এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে আদালতে ওই সিআর মামলাটি দায়ের করেন।

জানতে চাইলে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ ফজলে আজিম পাটোয়ারী বলেন, বাদী তার মামলায় একজনের নাম উল্লেখ করেছেন। কিন্তু আমরা সিসিটিভির ফুটেজ দেখে ও তদন্তপূর্বক গাড়ির চালকের কাছ থেকে তথ্য পেয়ে বাকি আসামিদের শনাক্ত করেছি। এছাড়াও মামলার বাদী আসামিদের শনাক্ত করেছেন বলে তিনি জানান।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি