জবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামীতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে নতুন ইউনিট। এছাড়া ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) সুযোগ না রাখার প্রস্তাব করেছে ভর্তি কমিটি। শিগগির কমিটি ভর্তির নিয়মাবলি চূড়ান্ত করবে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এবার গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আওতায় আগের মতো লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহুনির্বাচনী প্রশ্ন। তবে আগের মতো থাকবে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততোধিক শিফটে। এরই মধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আমরা এবার গুচ্ছে থাকছি না, এটি  শতভাগ নিশ্চিত। তবে সেকেন্ড টাইম, ভর্তি পদ্ধতি, প্রশ্ন পদ্ধতিসহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় নতুন করে ‘ই’ ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি। যথারীতি ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটে কলা অনুষদ, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ‘ডি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এরমধ্যে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সব বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কমিটি সূত্রে আরও জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-বিকেল দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-দুপুর-বিকেল তিন শিফটে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি
বিশ্ববিদ্যালয়ের ভর্তির কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঠিক করেছে। সম্ভাব্য সূচি অনুযায়ী,৩১ জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হতে পারে, যা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৭ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৪ ফেব্রুয়ারি ‘ই’ ইউনিট, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, গত ২-৩ বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিইনি, এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। আশা করি আগামী দু-একদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সবকিছু যেহেতু আইটি দপ্তর করবে, এজন্য একটু গুছিয়ে নিচ্ছেন তারা। তবে এ সপ্তাহে ভর্তি কমিটির সভায় সবকিছু জানিয়ে দেওয়া হবে।

সবা:স:জু-১৩০/২৪

 

সারা দেশে চলছে পণ্যবাহী নৌযানের শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার: 

চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাতজন খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন নৌযানশ্রমিকেরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ শ্রমিক অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম মাস্টার প্রথম আলোকে বলেন, ‘আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত রাখব। দাবি আদায় না হলে যাত্রীবাহী নৌযানও এই ধর্মঘটে একাত্ম হতে পারে।’

বরিশাল

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরে গিয়ে দেখা যায়, বিভিন্ন ঘাটে পণ্যবাহী অসংখ্য নৌযান নোঙর করা। বরিশাল নগরের চাঁদমারি ঘাট থেকে বালু, গ্যাস, ডিজেল, সিমেন্ট, সার, ইটবোঝাই কার্গো, কোস্টার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ। একই সঙ্গে কীর্তনখোলা নদীতে কোনো প্রকার জাহাজ চলাচল করতে দেখা যায়নি।

নৌযানশ্রমিকেরা জানান, এমভি আল-বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যার ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং সব নৌপথে সন্ত্রাস–চাঁদাবাজি–ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব দাবিতে গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে পণ্যবাহী, জ্বালানি তেল-গ্যাসবাহী, বালুসহ অন্যান্য পণ্যবাহী সব প্রকার নৌযানের শ্রমিকেরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন।

গত সোমবার মেঘনা নদীতে নোঙর করা সারবাহী এমভি আল-বাখেরা জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ওই দুজনকে মৃত ঘোষণা করেন। এর বাইরে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় করা মামলায় জাহাজটির শ্রমিক আকাশ মণ্ডল ওরফে ইরফানকে (২৬) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর

আজ সকালে চাঁদপুরের মেঘনা নদীর কোড়ারিয়ার চর, পুরানবাজার জাফরাবাদ, দোকানঘর এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ পণ্যবাহী ছোট-বড় জাহার নদীর মাঝখানে নোঙর করে রাখা।

আলাপকালে পণ্যবাহী জাহাজ সিটি-৬৩–এর মাস্টার আলমগীর মিজি বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে। কারণ, সরকারের কাছে আগেও আমরা অনেক দাবি করে আসছি, সেগুলো পূরণ করা হয়নি।’
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত ব্যক্তিদের পরিবারকে অর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জ


কর্মবিরতির কারণে আজ সকাল থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ আছে। সকালে এ ক্যাটাগরির ব্যস্ততম শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে নৌযান চলাচল করতে দেখা যায়নি। তবে দুই-একটি বালুবাহী বাল্কহেড চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি না মানা না পর্যন্ত কর্মবিরতি চলবে। সেই সঙ্গে নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করতে হবে।

নারায়ণগঞ্জ সদর থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ কারণে নদীতে লাইটার জাহাজ চলাচল বন্ধ আছে। তবে অল্প কিছু বালুবাহী বাল্কহেড চলাচল করছে।

 

সবা:স:জু- ৫৩৪/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম