তারিখ লোড হচ্ছে...

লীগ সরকারের আশীর্বাদপুষ্ট হিসাবরক্ষক শেখ নাসিরের অবৈধ সম্পদের পাহাড়

সুমনা আক্তার :

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘ দুই যুগ ধরে প্রভাব বিস্তার করে চলেছেন আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট হিসাবরক্ষক শেখ নাসির উদ্দিন। অভিযোগ রয়েছে, এই সময়ে প্রতারণা, মিথ্যাচার, এবং গুণ্ডা বাহিনী লালনপালনের মাধ্যমে হাসপাতালের সব ঠিকাদারি ও সরবরাহের ব্যবসা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যম তার অবৈধ কর্মকাণ্ড প্রকাশ করতে গেলে তারা হুমকির মুখে পড়েন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় একই পদে অধিষ্ঠিত থাকায় হাসপাতালের সকল ঠিকাদার ও সরবরাহকারীরা তার অধীনে কাজ করতে বাধ্য। ফলে কেউই তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না। নাসিরের এই অবৈধ কার্যক্রমে তার শ্যালক শেখ জিয়াউর রহমানও সহায়তা করেন বলে জানা গেছে। খুলনার স্থায়ী বাসিন্দা নাসির বর্তমানে ঢাকার মিরপুরের টোলারবাগ এলাকায় স্ত্রী ও পরিবারের নামে তিনটি ফ্ল্যাটে বসবাস করছেন, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তার বিলাসবহুল জীবনযাপনে ব্যবহৃত কয়েকটি গাড়ি পরিবারের বিভিন্ন সদস্যদের নামে নিবন্ধিত। মিরপুরে স্ত্রী ও আত্মীয়স্বজনের নামে একটি বড় জেনারেল স্টোর ছাড়াও বিভিন্ন শহরে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্রয়ে এবং ক্যাডার বাহিনীর মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল হলেও বারবার তা ধামাচাপা দেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নাসির নিজের নামে বরাদ্দকৃত সরকারি বাসা বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে বিপুল অর্থ উপার্জন করেছেন। প্রভাবশালী নেতাদের আশীর্বাদে তার অর্জিত এই বিপুল সম্পদের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

বিস্তারিত পরবর্তী সংখ্যায়

একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার: 

দিনাজপু‌রের খানসামা উপ‌জেলায় একই র‌শি‌তে মা–মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপ‌জেলার আঙ্গারপাড়া ইউনিয়‌নের আরা‌জি যু‌গির‌ঘোপা গ্রা‌মের বেনুপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁদের লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

লাশ দুটির পাশ থেকে মৃত্যুর জন্য কেউ দা‌য়ী নয় বলে হা‌তে লেখা এক‌টি চিরকুট পেয়েছে পু‌লিশ। তবে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মৃত দুজন হলেন সুজাতা রানী রায় (২৪) ও তাঁর মে‌য়ে নীলা‌দ্রি রানী রায় (৬)। সুজাতা ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী ও পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ঝাউপাড়ার অমিত‍্য রায়ের মেয়ে। তি‌নি পা‌কেরহ‌াট সরকা‌রি ক‌লে‌জের স্নাতক (সম্মান) তৃতীয় ব‌র্ষের শিক্ষার্থী ছি‌লেন। সুজাতার স্বামী ভক্ত রায় পেশায় দ‌রজি। স্ত্রী-সন্তা‌নের মৃত্যুর পর আত্ম‌গোপ‌নে র‌য়ে‌ছেন তি‌নি।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ২০১৮ সা‌লে সুজাতা ও ভক্ত রায়ের বিয়ে হয়। বা‌ড়ি‌তে সুজাতা প্রতিদিন সন্ধ্যায় পূজা–অর্চনা কর‌তেন। গতকাল সন্ধ্যায় বাতি না দেওয়া এবং পূজা–অর্চনা না দেখে তাঁর দেব‌রের বউ চন্দনা খোঁজ কর‌তে যান। এ সময় ঘ‌রের দরজা ভেতর থে‌কে আটকা‌নো দেখ‌তে পান চন্দনা। প‌রে তিনি আলো জ্বালিয়ে ঘ‌রের চা‌লে একই র‌শি‌তে মা-‌মে‌য়ে ঝুলন্ত মর‌দেহ দেখেন। চন্দনার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন।

বিষয়‌টি‌কে প‌রিক‌ল্পিত হত্যাকাণ্ড বলে দা‌বি কর‌ে‌ছেন সুজাতার ভাই মিঠুন রায়। তি‌নি ব‌লেন, ‘রা‌তে জান‌তে পে‌রে ঘটনাস্থ‌লে যাই। তাঁদের প‌রিবা‌রে অশা‌ন্তি লেগে‌ই থাক‌ত। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক বলেন, এক র‌শি‌তে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য দিনাজপুর মে‌ডি‌কেল কলেজে পাঠা‌নো হ‌য়েছ। নিহত‌ ব্যক্তিদের শরী‌রে আঘা‌তের কোনো চিহ্ন পাওয়া যায়‌নি। ঘটনার পর থে‌কে আত্ম‌গোপ‌নে আছেন সুজাতার স্বামী ভক্ত রায়।

সবা:স:জু- ৪১৫/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম