স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা শ্রমিকদলের সভাপতি - সাধারণ সম্পাদককে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার স্বার্থে চিতলমারী উপজেলার বিভিন্ন ফেসবুক পোস্ট ও গ্রুপে ফেক আইডি খুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি এডিট করে সৈরাচার আওয়ামী লীগের দোষরদের পাশে বসিয়ে চিতলমারী উপজেলা শ্রমীকদলের সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক এনামুল হক গাজীর ছবি এডিটিং করে নামে - বেনামের ফেসবুক আইডিতে প্রচার করে আসছে। যা দেখে বাগেরহাট জেলা জুরে বইছে সমালোচনার ঝর।
বাগেরহাট চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই ভুয়া ফেসবুক পোস্ট নিয়ে প্রতিবাদ করলেও থেমে নেই ফেক আইডি থেকে প্রচার প্রচারণা,
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা শ্রমিকদলের কমিটিকে বিতর্কিত করার লক্ষে এমন ভুয়া প্রচার প্রচারনা চালাচ্ছে বলে জানা যায়।
চিতলমারী উপজেলাতে সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক এনামুল হক গাজীকে উপজেলা শ্রমিকদলের পদ পদবী থেকে সরিয়ে নতুন করে কমিটিতে স্থান পেতে স্থানীয় কয়েকজনের সহযোগীতায় সভাপতি - সাধারণ সম্পাদক সহ পুরো শ্রমিকদলের কমিটিকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, বিভিন্ন ভুয়া নামে - বেনামে সেনাক্যাম্পে অভিযোগ, সহ ইউনিয়ন কমিটি বানিজ্য করার মিথ্যা অভিযোগ করে চলেছেন এলাকার চিহ্নিত কয়েকজন প্রতারক চক্রের লোকজন।
চিতলমারী উপজেলা শ্রমিকদলের সভাপতি - সাধারণ সম্পাদকের বিষয়ে উপজেলা বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা যায় তারা দুজন প্রতিহিংসার শিকার হয়েছেন।তাদের দুজনকে নিয়ে প্রতিনিয়তো ফেসবুক জুরে যে গুঞ্জন চলছে তার কোনটার বিতরে বিন্দু মাত্র তাদের সম্পৃক্ততা নেই। বাগেরহাট জেলার মতো জায়গাতে বিএনপির রাজনীতি করতে গিয়ে তারা বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছেন, তারা ঠিক মতো বাড়িতে থাকতে পারেনাই।
এ বিষয়ে শহিদুল ইসলাম নামের এক ছাত্রনেতা প্রতিবেদককে জানান চিতলমারী উপজেলা শ্রমীকদল পূর্নাঙ্গ ভাবে প্রতিষ্ঠা করতে সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক এনামুল হক গাজী প্রচন্ড পরিশ্রম করে প্রতিষ্ঠাতা করেছিলেন।তাদের কে নিয়ে আজ যারা এই বিভ্রান্ত সৃষ্টি করছে তা আসলে দলের দুর্দিনে ছিলেননা, বর্তমান সময়ে দলের একটু ভালো দিক দেখে তারা নিজেরা ফাঁয়দা লুটে নিতে এই গড়হীত কাজ চলমান রেখেছেন, আমরা এই ভূয়া পোস্ট দাতার পোস্টের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে চিতলমারী উপজেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান এর সাথে কথা হলে তিনি বলেন, আমি বিগত সৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা তো দুরের কথা আমি রাতে বাড়িতে পর্যন্ত ঘুমাতে পারিনাই।আমাদের কে নিয়ে আজ যারা সরযন্ত্র করছে একটু খোঁজ নিয়ে দেখেন দলের দুর্দিনে তারাই আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন সুযোগ সুভিদা নিয়েছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এনামুল হক গাজী বলেন, আমি বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতি করার কারনে বিগত ১৬ বছরে বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছিলাম তার পরেও উপজেলা শ্রমিকদলের কমিটিকে কোন প্রকার ক্লেম ছাড়াই পরিচালনা করেছি।কখনো সৈরাচারের দোসরদের কাছে মাথা নতো করিনাই, এখন যারা বিভিন্ন ফেক আইডি থেকে ফেসবুকে ভূয়া পোস্ট করার চেষ্টা অব্বাহত রেখেছেন তাদের বিরুদ্ধে অতি শিগ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.