লাথি মেরে টাকা ছিনতাই”–সেই “এসআই মাহাবুব” ক্লোজড!

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ

আসামি ধরতে গিয়ে না পেয়ে স্ত্রীকে লাতি মারা ও তল্লাশির নামে দেড় লাখ টাকা জব্দ করার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার এস আই মাহাবুব মোরশেদকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার রাতে এ প্রত্যাহার আদেশ হয় বলে সিভয়েসকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।
এর আগে রোববার খালেদা আক্তার নামের এক গৃহিণী পুলিশ সুপার বরাবর এসআই মাহবুব মোর্শেদের বিরুদ্ধে মারধর ও টাকা লুটের অভিযোগ আনেন। লিখিত অভিযোগে খালেদা আক্তার উল্লেখ করেন, শনিবার দুপুর আড়াইটায় এস আই মাহাবুব মোরশেদ ৫জন পুলিশ কন্সটেবলসহ খালেদা আক্তারের স্বামী পরোয়ানাভূক্ত আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করতে যান। তাকে না পেয়ে এস আই মাহবুব আলমারির চাবি দিতে বলেন। খালেদা আক্তার চাবি দিতে অস্বীকার করলে তাকে লাথি মারেন। এরপর চাবি নিয়ে ঘরের আলমারি তল্লাশি করে গরু বিক্রি করা দেড় লাখ টাকা ও ছেলে রিয়াজ উদ্দিন হৃদয়ের স্কুল-কলেজের সার্টিফিকেট জব্দ করে নিয়ে যায়।

পর দিন রোববার খালেদা আক্তার ছেলেকে নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করেন। অভিযোগ পত্র গ্রহণ করার পর কপি সীতাকুণ্ড সার্কেল অফিসে জমা দিতে বলা হয়। জমা দিতে গেলে থানা থেকে সমঝোতার প্রস্তাব দেওয়া হয় তাকে। তবে তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

যদিও অভিযুক্ত এসআই মাহবুব মোরশেদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আপনারা ঘটনার গভীরে গিয়ে দেখতে পারেন। পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে এরকম ষড়যন্ত্রের শিকার হলে চাকরি করা যাবেনা।’

এখনও কেন এই জালিমরা ক্ষমতায়: শামসুজ্জামান দুদু

জুয়েল রানা:

বর্তমান সরকারকে জালিম আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ক্ষমতার মসনদ থেকে এদের নামাতে না পারলে এই দেশ বিশ্ব দরবারে উপহাসের পাত্রে পরিণত হবে। নির্বাচন হবে না এবং নির্বাচন হওয়ার কোনো কারণও নেই। যুক্তরাষ্ট্র কি আসছে আমাদের আন্দোলন দেখতে! বিত্তবান ভদ্রলোক থেকে শুরু করে রিকশাচালকও খোঁজ নেয়, এই সরকার বিদায় নিচ্ছে কবে। তাই এদের (বর্তমান সরকার) বিদায় করা ছাড়া আর কোনো পথ নেই’।

সোমবার (৯ অক্টোবর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

দুদু বলেন, ‘আমাদের নেত্রীকে (বেগম খালেদা জিয়া) এই রাষ্ট্রকে বাঁচাতে হলে বর্তমান সরকার প্রধানকে পদত্যাগে বাধ্য করতে হবে।’

তিনি এ সময় বলেন, ‘প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সম্বন্ধে যে মন্তব্য করেছেন, সভ্য ভব্য দেশ হলে তিনি পদত্যাগ করতেন। কিন্তু এটা তো সভ্য দেশ নয়। একটা অসভ্য জাতি হিসেবে সারাবিশ্বে অসভ্য প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। তার বিরুদ্ধে শুধু কথা বললেই মামলা ঠুকে দেওয়া হয়। অথচ যিনি সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন তার বিরুদ্ধে কোনো জায়গায়ই মামলা করা সম্ভব নয়।’

দলটির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘যেভাবে উঠে দাঁড়ানোর দরকার ছিল, যেভাবে প্রতিবাদ করার দরকার ছিল, যেভাবে আঘাত করার দরকার ছিল, ছাত্র, তরুণ, শ্রমিক, একটা মানুষও আমরা সেভাবে উঠে দাঁড়াতে পারি নাই।’

দুদু বলেন, ‘মিছিল করেছি, রোডমার্চ করেছি, সমাবেশ করেছি। কিন্তু আঘাত করার দরকার ছিল এই ব্যর্থ শাসকদের বিরুদ্ধে।’

ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ‘আর কত অপেক্ষা করব! কার নির্দেশনা চাইবো! এখনও কেন এই জালিমরা ক্ষমতায়! দানবরা ক্ষমতায়! লজ্জায় মনে হয়, পঞ্চাশ বছরের রাজনীতি আমাদের বৃথা গেল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম