শাহজাদপুরে সন্ত্রাসী হামলায় আনোয়ার নামের এক যুবক মৃত্যু শয্যায়

ইসরাফিল শেখ:(সিরাজগঞ্জ) শাহজাদপুর:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রয়লার মুরগি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানালে সন্ত্রাসী হামলায় এক যুবক মৃত্যুশয্যায়। শাহজাদপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে
আইগবাড়ী পাড়কোলা গত ইং ২০/১১/২০২৪ তারিখ আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকার সময় আসামীরা সন্ত্রাসী হামলা করেন।

বাড়ী সংলগ্ন ও পাশাপাশি আসামীদের বাড়ীর ১ তলা বিল্ডিংয়ের ছাদের উপর আসামীরা ব্রয়লার মুরগীর ফার্ম করায়, উক্ত ফার্মের দুর্গন্ধে আশেপাশের বায়ু দূষিত হওয়ায় এবং দুর্গন্ধে বসবাসের অযোগ্য হইয়া পড়ায়, সে বিষয়ে কথা বলতে গেলে মোঃ আনোয়ার হোসেন, পিতা- আব্দুস সালাম শেখ সাং- আইগবাড়ী পাড়কোলা, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে
লক্ষ্য করিয়া বারি মারিলে, উক্ত বারি লক্ষ্যভ্রষ্ট হইয়া বাম চোখে লাগিয়া চোখে রক্তজমাট বেধে চোখের কোনা ফুলিয়া দৃষ্টিশক্তি আংশিক নষ্ট হইয়া যায়। শহীদ মুনছুর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শহিদ মুনছুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি থাকাবস্থায় তাহার অবস্থার অবনতী ঘটিলে উক্ত হাসপাতাল তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়, সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে শাহজাদপুর থানা এজাহার দায়ের করেন মোঃ শহিদুল সরকার (৪৫), পিতা-মৃত আফসার আলী সরকার, সাং- মাদলা পশ্চিমপাড়া, খানা-শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

আসামীরা হলেন:
১। মোঃ আব্দুল মালেক (৫৫), পিতা- মৃত নওশের আলী ২। মোঃ সুমন হোসেন (৩৫) ৩। মোঃ ছানোয়ার হোসেন (৩৮), উভয় পিতা-মোঃ আব্দুল মালেক ৪। মোছাঃ ছানু খাতুন (৫০), স্বামী-মোঃ আব্দুল মালেক ৫। মোহায় রাবেয়া খাতুন (৩০), স্বামী-মোঃ ছানোয়ার হোসেন ৬। মোছাঃ আয়শা খাতুন (৩০), স্বামী-মোঃ সুমন হোসেন ৭। মোছাঃ আম্বিয়া খাতুন (৪২), স্বামী-মোঃ ভোলা ওরফে রুবেল, সাং- আইগবাড়ী পাড়কোলা, খানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জরা।

আসামীরা লাঠি, লোহার রড, হাতুরী ও বাঠাম ইত্যাদি মারাত্বক অস্ত্র সন্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতায় বিবাদির বাড়ীর মধ্যে ঢুকিয়া অকথ্য ভাষায় গালি গালাজ পারিতে থাকিলে ও বিবাদিগনকে বেধরক মারধর করেন সন্ত্রাসী কাদায়।

আহত ব্যক্তিরা হলেন:
১। মোছাঃ জোস্না খাতুন, স্বামী- আব্দুস সালাম শেখ ২। মোছাঃ চাম্পা খাতুন, স্বামী-মোঃ আনোয়ার হোসেন, সাং- পাড়কোলা ৩। মোঃ নাছির সরকার, পিতা-মৃত আফছার সরকার, সাং- মাদলা ৪। মোঃ হাছান শেখ, পিতা- আব্দুস ছালাম শেখ ৫। মোছাঃ রোকেয়া খাতুন, স্বামী-মোঃ হাছান শেখ ৬। মোঃ নজরুল ইসলাম, পিতা-মৃত মেছের প্রাং, সাং- আইগবাড়ী পাড়কোলা, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।
বিবাদিগনকে সন্ত্রাসীরা মারধর করে ফোলা জখম করেন। আহত ব্যক্তিরা শাহজাদপুর পিপিডি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।উক্ত ঘটনায় মারাত্মক আহত আনোয়ার হোসেন যে কোন মুহুর্তে মৃত্যুবরণ করিতে পারে বলে জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি বলেন,উভয়পক্ষ অভিযোগ দাখিল করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখন স্বাভাবিক

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।

সোমবার (১৩ জানুয়ারি) তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

সবা:স:জু- ৭৮২/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের