শার্শার কায়বায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ জন বিএনপি নেতাকর্মীকে পিটিয়ে জখম

আতিকুজ্জামান:

যশোরের শার্শার কায়বায় নিজেদের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ৮ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আজ সকালে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বকুলতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের মোদাচ্ছের সরদারের ছেলে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য ওলিয়ার রহমান,আবুল হোসেনের ছেলে যুবদল কর্মি উজ্জল হোসেন(৩২),হানেপ আলীর ছেলে যুবদল কর্মি মনিরুজ্জামান,নূর মোহাম্মদের ছেলে যুবদল কর্মি শহিদুল ইসলাম,আব্দুর সাত্তারের ছেলে আনোয়ার হোসেন,মশিয়ার রহমানের ছেলে সোহেল ও লিপু।

এ মধ্যে আহত ওলিয়ার রহমান,সোহেল ও লিপু বাগআঁচড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অভিযুক্তরা হলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শার্শার কায়বায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ জন বিএনপি নেতাকর্মীকে পিটিয়ে জখম।

যশোরের শার্শার কায়বায় নিজেদের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ৮ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

সকালে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বকুলতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের মোদাচ্ছের সরদারের ছেলে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য ওলিয়ার রহমান,আবুল হোসেনের ছেলে যুবদল কর্মি উজ্জল হোসেন(৩২),হানেপ আলীর ছেলে যুবদল কর্মি মনিরুজ্জামান,নূর মোহাম্মদের ছেলে যুবদল কর্মি শহিদুল ইসলাম,আব্দুর সাত্তারের ছেলে আনোয়ার হোসেন,মশিয়ার রহমানের ছেলে সোহেল ও লিপু।

এ মধ্যে আহত ওলিয়ার রহমান,সোহেল ও লিপু বাগআঁচড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে।

জানাগেছে,উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপের কায়বা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা বাগআঁচড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে এলাকায় ফিরছিলো। পথিমধ্যে কায়বার বাগুড়ি বকুলতলায় পৌঁছালে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীরা হাসন জহির গ্রুপের নেতাকর্মীদের উপার হামলা চালিয়ে পিটিয়ে ৮ জন নেতাকর্মীকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতরা জানায়,তাদের উপর আতর্কিত হামলা চালিয়েছে তৃপ্তি গ্রুপের লোকজন।কিছু বুঝে উঠার আগেই তাদের পিটিয়ে আহত করা হয়েছে।এ সময় উপজেলা ও জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে তারা বিচার দাবী করেন।

তৃপ্তি গ্রুপের কয়বা ইউনিয়নের নেতা ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বলেন,ওই গ্রুপের লোকজন নিয়মিত সরকারি চাল এনে অনিয়ম করছে। আজ ও তারা মোটরসাইকেল বহর নিয়ে চাল লুট করবে এমন খবরে আমাদের নেতাকর্মীরা রাস্তায় পাহারায় থাকে এবং তারা চালিতাবাড়িয়া বাজারে আমাদের এক নেতার দোকানে হামলা করে আসে।পরে তারা আসলে আমাদের নেতাকর্মীদের সাথে একটু ঠেলাঠেলি হয়েছে বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে আমাদের দুই তিন জন নেতাকর্মী আহত হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান,বিষয়টি জানার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।থানায় এখনো কোন পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

জানাগেছে,উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপের কায়বা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা বাগআঁচড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে এলাকায় ফিরছিলো। পথিমধ্যে কায়বার বাগুড়ি বকুলতলায় পৌঁছালে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মী দাদের সর্দারের ছেলে আবেদ আলী,মাটজালীর ছেলে সাবুর আলী ও ফজলা করিমের ছেলে মোছা।হাসন জহির গ্রুপের নেতাকর্মীদের উপার হামলা চালিয়ে পিটিয়ে ৮ জন নেতাকর্মীকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতরা জানায়,তাদের উপর আতর্কিত হামলা চালিয়েছে তৃপ্তি গ্রুপের লোকজন।কিছু বুঝে উঠার আগেই তাদের পিটিয়ে আহত করা হয়েছে।এ সময় উপজেলা ও জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে তারা বিচার দাবী করেন।

তৃপ্তি গ্রুপের কয়বা ইউনিয়নের নেতা ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বলেন,ওই গ্রুপের লোকজন নিয়মিত সরকারি চাল এনে অনিয়ম করছে। আজ ও তারা মোটরসাইকেল বহর নিয়ে চাল লুট করবে এমন খবরে আমাদের নেতাকর্মীরা রাস্তায় পাহারায় থাকে এবং তারা চালিতাবাড়িয়া বাজারে আমাদের এক নেতার দোকানে হামলা করে আসে।পরে তারা আসলে আমাদের নেতাকর্মীদের সাথে একটু ঠেলাঠেলি হয়েছে বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে আমাদের দুই তিন জন নেতাকর্মী আহত হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান,বিষয়টি জানার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।থানায় এখনো কোন পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

 

সবা:স:জু-২১৭/২৪

সিহাবের পরকীয়ার প্রতারনায় সংসার ভাঙ্গছে অনেকের

স্টাফ রিপোর্টার॥
ভাগ্য বদলের লক্ষ্যে প্রবাসে পাড়ি দিয়েছিলেন তারা। দেশে তাদের উপার্জিত অর্থে আসে অনেক রেমিটেন্স। একদিকে যেমন জীবনের পরম অধ্যায় ত্যাগ করে প্রবাসে নিজেকে নিয়োজিত করেছেন অন্যদিকে পরিবার -পরিজন,আত্মীয় স্বজন সহ সকলেই সামান্য স্বার্থে ব্যাঘাত ঘটলেই প্রবাসীদের বিপরীত মুখী হয়ে উঠে। প্রবাসে থাকা মানেই অনেকেই ভাবেন আলাদিনের চেরাগ। অথচ, কত দু:খ কষ্ট, নির্ঘুম রাত কাটে প্রবাসীদের এটা তারা বুজতে চান না। দু:খ করে কথা বলছিলেন এক প্রবাসী। দেশের অন্যতম প্রাচীন নগরী বরিশাল। এখানকার বেশির ভাগ পরিবারের সদস্যদের লক্ষ্য প্রবাস যেয়ে ভাগ্য পরিবর্তন করা। কিন্তু প্রবাসীদের ভাগ্য বদলের অনেক গল্প দু:খের বোজা নিয়ে আসেন। বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সময়ে প্রবাসীরা দেশে ফেরে দেখেন তাদের বউ নেই অর্থও নেই। সুখের সাজানো সংসার ভেঙ্গে অন্যের হাত ধরে পরকীয়া করে পালিয়ে যাচ্ছেন অনেকেই। বরিশাল অহরহ ঘটছে রকম ঘটনা। দিনের পর দিন ঘটনা ঘটলেও মামলা,অভিযোগ হলেও সেই সংসার অনেক ক্ষেত্রে ভেঙ্গে যাচ্ছে। কখনো কখনো সন্তানদের মুখের দিকে চেয়ে শেষ জীবনে এসেও সুখটা হারাচ্ছেন প্রবাসীরা।

জুন মাসের মাসের ঘটনা। রাজধানীতে প্রবাস থেকে পাঠানো স্বামীর কষ্টার্জিত অর্থ ও গচ্ছিত টাকা পয়সা নিয়ে সিহাবের প্রতারনায় পরে হাতধরে পরকীয়া প্রেমিক সিহাবের হাত ধরে পালিয়ে যায় তার স্ত্রী।

অনেক প্রবাসী ঋন করে বিদেশে পাড়ি জমান। এবং প্রবাসে যেয়ে দেখেন তার সাথে প্রতারণা করেছেন কথিত দালাল। প্রবাসীদের এতো কষ্ট দেখার কেউ নেই। পরকীয়া ঘটনায় ভাঙ্গছে প্রবাসীদের সংসার। সন্তান হারাচ্ছেন মা- বাবার আদর ভবিষ্যত যাচ্ছের হুমকির দিকে।
জানাযায় এই সিহাব বরিশাল শহরের ফলপট্টি এলাকায় বসবাস করে আর একটি মোবাইল কোম্পনীতে মাের্কটিং বিভাগে চাকুরি করে আর এ কারনে সে ঢাকা টু বরিশালের লঞ্চে চলাচল করে আর সেখানে সুন্দুরী মেয় দেখলে তাদেরকে ফাদে ফেলার চেষ্টা করে এর পর তাদের সাথে প্রতারনা করে হাতিয়ে নেয লাখ লাখ টাকা এমনকি ব্ল্যকমেইল র্পযন্ত করা শুরু করে, ধরা পরার ভয়ে সে মেয়েদের ফাসিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
বরিশালে একাধিক স্থানীয় জনপ্রতিনিধিদের মতে বিয়ে করে অনেকে প্রবাসে চলে যাচ্ছেন,কেউ কেউ দেশে এসে কদিন পর ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বিদেশে পাড়ি দিচ্ছেন। সঠিক গাইডলাইনের অভাবে অহরহ পরকীয়ার মত ঘটনা ঘটছে। একবার কি ভাবা যায় না প্রবাসীদের কথা! শপথ হোক স্বপ্ন ভাঙ্গার চর্চা বন্ধ করি। প্রবাসীদের এতো ক্ষতি, এত কষ্ট, এতো ত্যাগ, দালালদের প্রতারণা এই সব কি কোন ভাবে পুষিয়ে নেয়া সম্ভব? তবুও অবিরাম পথচলা।……।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা