ইডেন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

 

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্ষা আক্তার বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমান মেয়ে। বর্তমানে তিনি রামপুরায় খালার বাসায় থাকতেন। বিথী ইডেন কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।

নিহতের খালা জানান, সকালে বিথীকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। বিকেলে এসে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে দেখি ওড়না পেঁচিয়ে ঘরের গ্রিলের সঙ্গে ঝুলে আছে বিথী। এর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিথীর মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে প্রেমিকের সঙ্গে ঝগড়া করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিথী।

 

সবা:স:জু-২৩৪/২৪

লালবাগে রাস্তা মেরামতে ধীরগতি, চরম ভোগান্তিতে এলাকাবাসী

লালবাগে রাস্তা মেরামতে ধীরগতি, চরম ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগরের লালবাগ থানাধীন শহীদ নগর ২৪ নম্বর ওয়ার্ডের ৫ নং গলিতে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা মেরামতের কাজ দীর্ঘদিন যাবৎ অস্বাভাবিক ধীরগতিতে চলছে। এলাকাবাসীর অভিযোগ, ড্রেনের কাজ শেষ হলেও এখনো রাস্তার ঢালাই কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদার। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এ অবস্থায় গাড়ি, রিকশা তো দূরের কথা-জরুরি রোগী বহনের জন্য কোনো পরিবহন প্রবেশ করতেও পারছে না। এতে অনেক সময় অসুস্থ রোগীকে হেঁটেই হাসপাতালে নিতে হচ্ছে, যা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীরা আরও জানান, রাস্তার বেহাল দশার কারণে কোথাও কোথাও ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে, আর এই আবর্জনার কারণে এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগের আশঙ্কাও বাড়ছে।

বাসিন্দারা অভিযোগ করেন, ঠিকাদারের নিয়োজিত কর্মকর্তাকে বারবার জিজ্ঞাসা করা হলেও সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা কাজ সম্পন্ন হওয়ার তারিখ জানানো হয় না। বারবার নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হয়েছে, দ্রুত ঢালাই কাজ সম্পন্ন করে রাস্তা চলাচলের উপযোগী করা হোক, যাতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম