তারুণ্যের উৎসবে তারার মেলা

স্টাফ রিপোর্টার: 

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটার।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই উৎসবে স্লোগান হলো ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’।

এদিন অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে সবার আগে উপস্থিত হয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং তার দুই সতীর্থ জাহানারা খাতুন এবং মুর্শিদা খাতুন। তাদেরকে দেখতে সেফলি তুলতে ব্যস্ত হয়ে পড়ে উপস্থিত কলেজ শিক্ষার্থীরা।

এর মাঝেই প্রবেশ করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসান শান্ত। সেখানে বরিশালের মালিকের সঙ্গে বিপিএল নিয়ে আলোচনা করতে দেখা যায় তাকে। এরপর উপস্থিত হন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

এ ছাড়াও উপস্থিত হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বোর্ড কর্মকর্তারা।

 

সবা:স:জু- ২৩৭/২৪

নাজমুল হোসেন শান্তর অসাধারণ শতকে এগিয়ে বাংলাদেশ

শামীম রহমান ::

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২ বল মোকাবেলা করে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। তার ধীরস্থির ও দায়িত্বশীল ইনিংসে ভর করে প্রথম ইনিংসে চাপে পড়েও ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। ইনিংসের সূচনায় সাদমান ইসলামের সঙ্গে মাঠে নামেন এনামুল হক বিজয়। কিন্তু মাত্র ১০ বল খেলেই শূন্য রানে বিদায় নেন বিজয়। দলীয় স্কোর তখন মাত্র ৫।

এরপর সাদমান ও মুমিনুল হক চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু তাদের জুটি থেমে যায় ৩৪ রানে। সাদমান করেন ৫৩ বলে ১৪ রান। মুমিনুল কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন; ৩৩ বলে ২৯ রান করে তিনিও সাজঘরে ফেরেন দলীয় ৪৫ রানে।

তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে গড়েন প্রায় দুইশ রানের শক্ত জুটি। আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি মেরে শতক ছুঁয়ে ফেলেন শান্ত। অপর প্রান্তে অভিজ্ঞ মুশফিকও খেলছেন দুর্দান্তভাবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান, তিন উইকেট হারিয়ে। শান্ত ১০১ রানে এবং মুশফিক ৮৬ রানে অপরাজিত থেকে মাঠে আছেন। দ্বিতীয় দিনেও এই জুটি বড় ইনিংস খেলতে পারলে শক্ত ভিত পাবে বাংলাদেশ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের