রাজধানী উত্তরা এলাকায় উলুদাহ বাদালদি আতংকের নাম কথিত এন এস আই নাজমুল করিম… তার খুটির জোর কোথায়

সুমন খান:

রাজধানী উত্তরা এলাকায় আতঙ্কের আরেক নাম কথিত এনএসআই নাজমুল করিম উলুদাহ, বাদালদি,পিতার নাম: মো: আব্দুর রহমান সোনার , বসবাস করেন উলুদাহ, বাদালদী, ঢাকা। উনি এন এস আই তে চাকুরী করেন বলে কথিত আছে বলে জানা গেছে। এলাকার বাসিন্দারা এন এস আই নাজমুল নামেই চিনেন আদৌ সত্যি কিনা এনএসআই তার কর্মকান্ডে অনেকেই বলেন এই ধরনের কর্মকাণ্ড করলে সে কিভাবে সরকারি চাকরি করেন ।, ওই এলাকার বাসিন্দারা জানেন, উনি এন এস আই এর বড় অফিসার হিসেবে কাজ করেন। এই জন্য এলাকার বাসিন্দারা উনাকে ভয় পাই। কথিত উনি এন এস আই চাকুরির সুবাদে এলাকায় অন্যের জমি দখল, অন্যের রাস্তা বন্ধ করে দিয়ে কম দামে জমি বিক্রি করতে জমির মালিকদের বাধ্য করেন। জমির ব্যবসা করে, অন্যের জমি দখল করে কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছেন। এলাকায় স্থানীয় বাসিন্দাদের কাছে এন এস আই নাজমুল একটি মস্তবড় আতংকের নাম। সরেজমিন পর্যবেক্ষণে জানা যায় তার অবৈধ সকল কর্ম, টাকা পয়সা লেনদেন হয়, তার সহযোগী সফিক এবং তার অন্যান্য সহযোগীদের ব্যাংক একাউন্টের মাধ্যমে। জমি দখলে সহায়তা করেন স্থানীয় সাবেক মেম্বার এবং তার লালিত পালিত স্থানীয় সন্ত্রাসী গ্যাং এর মাধ্যমে। আরো জানা যায় তার লালিত পালিত নিজস্ব ক্যাডার বাহিনী ও রয়েছে এসব নিজস্ব ক্যাডার বাহিনী ও স্থানীয় সন্ত্রাসী ও ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে সাধারণ মানুষের জমি দখল করে। রাতের আধারে জমি দখল যেন তার নিত্যদিনের কার্যকলাপের একটি। বিগত সরকারের আমলে তার এন এস আই নাজমুল পরিচয়ে দখল হয়েছে জমির পর জমি , ভূমিহীন হয়েছে কয়েকশো পরিবার। কিন্তু প্রশাসন এর থেকে কোনো প্রকার সাহায্য পায়নি তার অত্যাচারের স্বীকার ভূমি হারানো সাধারণ জনগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভূক্তভোগী বলেন ” সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, সরকারি অফিসার হিসেবে চাকুরীরত অবস্থায় একজন ব্যক্তি কিভাবে এই সব করেন, এদের কাছে আমাদের মতো সাধারণ নাগরিক আর কতোদিন জিম্মি থাকবে। এন এস আই নাজমুল হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি এলাকার সাধারণ নাগরিক হিসেবে জোর দাবি জানাচ্ছি।”

সরেজমিন পর্যবেক্ষণে আরো জানা যায় আজ ১ ডিসেম্বর ২০২৪ ইংরেজী তারিখে GSPL নামক একটি স্বনামধন্য হাউজিং কোম্পানীর মালিকানাধীন ২৪.৩৪ কাঠা জমিতে বাশ দিয়ে অস্থায়ী সীমানা-প্রাচীর দিয়ে জমিটি দখল করে নেয় এবং তাদের কে অত্র জমির আশেপাশে না যাওয়ার জন্য নানান হুমকি দেয়া হয়। তাছাড়া উক্ত কোম্পানী নানান ভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেও ব্যার্থ হয়।

আরো জানা যায় কথিত এন এস আই নাজমুল হাসান নিজের ক্যাডার বাহিনী ও ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে এলাকার স্থানীয় আরো বহু মানুষের জমি অবৈধভাবে দখল, অন্যের জমি ভরাট করে নিজের নামে দলিল করিয়ে নেয়া সহ একজন প্রতিষ্ঠিত ভূমিদস্যু হিসেবে যতটুকু সম্ভব তার চেয়ে ও বেশি পরিমানে করছে। এমতাবস্থায় তার কাছে একপ্রকার জিম্মিই বলা চলে স্থানীয় লোকসকল।

এলাকাবাসী আরো জানায় তারা বহুভাবে তার নামে প্রশাসনের কাছে তার বিচার দাবী করে এই ভূমিদস্যু কথিত এন এস আই অফিসার নাজমুল হাসানের হাত থেকে তাদের নিস্তার চান।

এলাকাবাসী করিম হাসান, মিলন, সাদিয়া আফরোজ, এক ব্যবসায়ী জুয়েল রানা সে বলেন- একজন সরকারি চাকুরীজীবী হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন এই এন এস আই নাজমুল, দূদক ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি কামনা করছি তার বিষয়ে খতিয়ে দেখা হোক আসলে তার খুঁটির জোর কোথায় কেন এমন অকারেন্স করে আসছেন শুধু তাই নয় তার বিষয়ে লোকজন এলাকাবাসী তার অপকর্ম সম্পর্কে সবার জানা আছে? তার অপকর্মের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

শরীয়তপুর জেলার সখিপুরে পরকীয়ার জেরে বাগিনার হাতে মামা খুন

শাহিন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধিঃ

শরীয়তপুর সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওহাব ঢালী কান্দি রুবেল খান, (২৫) পিতা: হাসু খান, একই গ্রামেরই বাগিনা রাজীব (১৮) পিতা: রসুল গাইন এর হাতে খুন হয় ।
স্থানীয় সূত্রে জানা যায় রুবেলের স্ত্রীর সাথে রাজীবের দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়টি জানতে পারলে মামা রুবেল ও বাগিনা রাজীবে মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রাজীব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে রুবেলকে আহত করেন। ২২/০২/২০২৩ তারিখে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে ০১/০/২০২৩ তারিখে মৃত্যু হয়। মররদেহ ঢাকা থেকে শরীয়তপুরের সখিপুর ডিএম খালী গ্রামের বাড়ীতে আসলে একহৃদয় বিধায়ক দৃশ্যের সৃষ্টি হয়। গ্রামের মানুষ দলবেঁধে নিহতের বাড়ীতে আসতে থাকে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন মৃত্যুর সংবাদ পেয়ে মামার বাড়ী থেকে আসামি রাজিবকে গ্রেফতার করি। এবং লাশ পোস্টমর্টেমের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আসামী রাজীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান