নার্ভাসনেস ‘জিরো’ মানসিকতায় হিরো

খেলা ডেস্ক: 

নাহিদ রানা বোলিং ভালো করছে, ভালো করুক। সব সময় দোয়া করি, সুস্থ থাকুক। সাম্প্রতিক সময়ে সে শারীরিকভাবে উন্নতি করেছে। মানসিকভাবেও অনেক শক্তিশালী হয়েছে এখন। জাতীয় লিগ তো ভালো খেলতই, যেটা ঘরোয়া লিগ। জাতীয় দলে প্রথম যখন অভিষেক হলো, একটা ব্যাপার তো ছিলই। এখন সে নার্ভাসনেস কাটিয়ে উঠেছে। শুরুতে নার্ভাসনেস থাকবে স্বাভাবিক, কিন্তু এখন তার ভেতরে সেটা নেই।

এখন নার্ভাসনেস ‘জিরো’, তবে মানসিকতায় হিরো! শারীরিকভাবে অনেক শক্ত। বেশি ব্যবহার না করে প্রয়োজনীয় বিশ্রাম পেলে পরের ম্যাচে আরও সতেজ নাহিদ রানাকে পাওয়া যাবে। তাসকিন যেমন এখন অনেক শক্ত। বোলিং অ্যাকশন স্টিভ হার্মিসনের মতো হলেও তেমন কাউকে অনুসরণ করত না। আমিও বলতাম কাউকে অনুসরণ না করতে।

আমি রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমিতে কাজ করার সময় ওকে পেয়েছি। বছর ছয়েক আগের কথা। সবাই বলতেন, চাঁপাইয়ের একটা ছেলে আছে। সে অনেক জোরে বোলিং করে। আমি বলতাম, তাই নাকি? ঠিক আছে। দেখব। একদিন আমরা টেপ টেনিসে ম্যাচ খেলছিলাম। তখন গ্রীষ্মকাল ছিল। আমরা কয়েক ভাগে ম্যাচ খেলছিলাম। একদিন অনেক ক্লান্ত, আর পারছিলাম না। একটা বোলার দরকার হয়ে পড়ল। তখন একজন বলল, এই ছেলেকে নেন। ও যখন বোলিং করে, তখন আমাদের একাডেমির মূল কিপার ছিল। সে ওর বল ধরতে পারেনি। তিনটা বল, তিনটাই মিস করেছে! সে বলে, স্যার, ওর বল তো দেখতেই পাচ্ছি না। কী জোরে বোলিং করে! আমি বললাম, আমাকে দাও। কিপিংয়ে যাই। আমিও তার দুইটা বল ধরতে পারিনি। তখন দেখলাম, ও তো ভালো জোরে বোলিং করে।

রানাকে বললাম, তুই এদিকে আয়। তুই কি টেপ টেনিসে করিস, নাকি ক্রিকেট বলে? সে বলল, ক্রিকেট বলেও পারি। আমি বললাম, ঠিক আছে, কাল থেকে ক্রিকেট বলেও কাজ করবি আমার সঙ্গে। শুরুতে অনেক সমস্যা ছিল, সেগুলো ধীরে ধীরে উন্নতি করেছে।

পরশু যখন বোলিং করছিল, কিমার রোচকে যখন বোলিং করছিল, ৫টার জায়গায় ৬টা উইকেট হওয়া উচিত ছিল। বিশ্বাস করছিলাম যে হতে পারে। কিন্তু ক্রস সিমে কন্টিনিউ করছে, যেটা চাচ্ছে, হচ্ছিল না। রিভার্স বোলিং করলে হতে পারত। যখন তাকে কাছে পাব, চেষ্টা করব ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কাজ করার।

সবা:স:জু-১৭৮/২৪

বিকেএসপি পাবলিক এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

আমিনুল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় বিকেএসপি পাবলিক এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাথলেটিকস মাঠে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেগম আসমা সিদ্দিকা।
প্রধান অতিথির স্বাগত বক্তব্যে বলেন স্কুলটি ভবিষ্যত প্রজন্মের দিক বিবেচনা করে আরো উন্নতি ও সুনাম বয়ে আনতে হবে, দেশ ও জাতির কাছে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেদের তুলে ধরতে হবে,সেই সাথে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে হবে।

পরে স্বাগত বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,পিএসসি এবং বিশেষ অথিতি বেগম আসমা সিদ্দিকা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ কামরুল হাসান,পিএসসি (অবঃ)।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষীকা ও শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনি বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান