স্টাফ রিপোর্টার:
চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। গত সোমবার তাঁর বনশ্রীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন সানী।
মঙ্গলবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাজহার।
তিনি বলেন, ‘চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনায় মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জানা যায়, ‘সোমবার সকালে হাঁটতে বের হন চিত্রনায়ক ওমর সানী। হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরে তার নিজের স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে ২২ হাজার টাকা এবং তার সহকারীর ইনফিনিকস মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।’
এ ঘটনায় ভাটারা থানায় অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানী। অভিযোগের ভিত্তিতে পরে থানায় মামলা হয়েছে বলে জানান থানার ওসি।
সবা:স:জু-১৮০/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.