আগামী ৯ কিংবা ১০ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের আলোচনা

স্টাফ রিপোর্টার :

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা আগামী ৯ কিংবা ১০ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উপদেষ্টা মি. হোসেন বলেন, “এটা অত্যন্ত স্পষ্ট যে, আমরা (ভারতের সঙ্গে) সুসম্পর্ক সম্পর্ক চাই।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়ে তিনি বলেন, “উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এ জন্য কাজ করা উচিত।”

সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১০ই ডিসেম্বর ফরেন অফিস কনসালটেশন বা এফওসি’র জন্য নির্ধারিত থাকলেও এটি একদিন আগে ৯ই ডিসেম্বরও অনুষ্ঠিত হতে পারে।

উচ্চ পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সবা:স:জু – ১৮৪/২৪

‘রং হেডেড’ ছাড়া কেউ এখন প্রধানমন্ত্রী বলে না : ফখরুল

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

‘রং হেডেড’, বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি শেখ হাসিনাকে বলেছেন। আর এ ‘রং হেডেড’ ছাড়া কেউ এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, রং হেডেড ছাড়া এখন কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। এখন তিনি পালিয়ে আছেন। তার (শেখ হাসিনা) দলের লোকেরা কোন অবস্থায় আছেন না আছেন, কিছু না ভেবে তিনি পালিয়ে গেলেন।

অথচ আমাদের নেত্রীকে বহুবার দেশ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি ছাড়েননি। বলেছেন- এটিই আমার ঠিকানা।

চাটুকারিতার উদাহরণ টানতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা মিডিয়াকে গলাটিপে হত্যা করতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করেছেন। মিডিয়ার মাধ্যমে সবখানে চাটুকারিতার রেওয়াজ চালু করেছে।

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এমন একটা বছর ছিল না যে আমরা জেলে যাইনি। তখন পুলিশ ও আদালতের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল বিএনপিকে কে কত কষ্ট দিতে পারে।

গত ১৫ বছরে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আমরা কেয়ারটেকার সরকারের মধ্যদিয়ে দেশকে যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠার দিকে যাচ্ছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে।

বিদেশিদের ওপর নির্ভর করে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে ফখরুল বলেন, আমি মনে করি আমাদেরকেই সেই কথাটি মনে রাখতে হবে। তবে সার্বিক বিষয়ে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে। এমনকি বিএনপির সঙ্গে কখনো কোনো রাষ্ট্রীয় বাহিনীর সমস্যা হয়নি। তবে যারা তারেক রহমানকে নির্যাতন করেছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

 

সবা:স:জু-২৩৬/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের