লাকসাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: 

৩৯ বছর পেরিয়ে ৪০ বছর পদার্পণ উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে দিনব‍্যাপী আয়োজনের প্রথমে সাংবাদিকদের মাঝে পাঞ্জাবি-ক‍্যাপ ও নারী সাংবাদিকদের বোরকা-ক‍্যাপ বিতরণ করা হয়।

এসময় একটি বর্ণাঢ্য র‍্যালী লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এরপর কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, দোয়া মোনাজাত করা হয় এবং পায়রা উড়িয়ে ও কেক কেটে ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় লাকসাম প্রেস ক্লাবের নতুন লোগো উম্মোচন করেন প্রেস ক্লাবের নবীন প্রবীণ সাংবাদিকরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস‍্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস‍্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, শাহ মো. নুরুল আলম, আবদুল মান্নান মজুমদার, নাজমুল হাসান, হামিদুল ইসলাম, জিল্লুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সবা:স:জু-২০৫/২৪

কুমিল্লায় মাধবপুর কলেজপাড়া যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার মাধবপুর গ্রামে কলেজপাড়া যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স, ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দীন,বেগম দিলরোজ ওবায়দুল ট্যকনিক্যাল ইন্সটিটিউটের বাইস প্রিন্সিপাল মোঃ আতিকুর রহমান,ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র শীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দীন,
প্রধান অতিথির বক্তব্যে ব্রাক্ষনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স, ম আজহারুল ইসলাম বলেন এই সমাজকে মাদক মুক্ত করতে যুবসমাজের আজকের এই উদ্যোগে আমি স্বাগত জানাচ্ছি পাশাপাশি প্রশাসনিক যে কোন সহযোগীতা প্রয়োজন আমি তা করব ইনসাআল্লাহ।প্রশাসনের পক্ষ থেকে যে কোন ভুমিকা নিতে আমরা প্রস্তত আছি।
উক্ত আলোচনা সভার আহব্যায়ক তাজুল ইসলাম বাবু বলেন মরহুম রফিকুল ইসলামের স্বপ্ন ছিল নজর প্রভাতী সাহিত্য সংগঠনের মাধ্যমে মাধবপুর যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষেই আমাদের এই আয়োজন । আমরা চাই এই যুবসমাজকে সু শিক্ষায় শিক্ষিত করে মাদক থেকে মুক্ত করা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্দা আলহাজ্ব আব্দুর রশীদ, মোঃ ফরিদ, মোঃ শহিদ,মোঃ মাহাবুব,শেখ সোহেল,মঃ জাহাঙ্গীর আলম,মো; ফারুক,অপু ভুইয়া,জাহাঙ্গীর ভুইয়া,আবদুল্লা,মতিয়র সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবরগ ও মুরব্বীগন উপস্থীত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি