মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী দুইজন নিহত

স্টাফ রিপোর্টার: 

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নিহত বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় আল আমিন তাহেনীর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দিয়ে গাড়িসহ রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুইজনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করেছে। ময়নাতদন্ত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সবা:স:জু-২১৭/২৪

নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জসিম উদ্দিন:

নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদ এর উদ্যোগে, মঙ্গলবার ২৪ শে রমজান,২৫শে মার্চ, রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ আপনবাজার জিরো পয়েন্টে সিএনজি মালিক শ্রমিকদের সম্মাননায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদ এর সভাপতি মোঃ জয়নাল আবেদীন শান্তর সভাপতিত্বে এবং দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে ,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি , হাজী বাহা উদ্দীন নোবেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ অটো-রিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক,মোঃ গোলাম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে, বক্তব্য রাখেন এডভোকেট জুবায়ের আল মাহমুদ, সভাপতি, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণ, মোঃ বাদল আহমেদ,সভাপতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
মোঃ সাখাওয়াত হোসেন দুলাল, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা মিশুক চালক শ্রমিক ইউনিয়ন।মোঃ হাফিজুর রহমান, সভাপতি, ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন।মোঃ বিল্লাল তালুকদার,সভাপতি, কদমতলী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মোঃ মাওলানা হাফিজুর রহমান সহ-সভাপতি, যাত্রাবাড়ী অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশন।
এ ছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, মোঃ শেখ রিপন, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদ।।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা জুয়েল আহমেদ রুবেল, উপদেষ্টা জুয়েল ব্যাপারী, মোঃ জাফর, মোঃ বাছেদ,মোঃ শামসুল হক, মোঃ কামাল হোসেন,মোঃ খায়রুদ্দিন, মোঃ সুযরত আলী, সাইদুর রহমান,ও জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি