বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। কি কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

 

সবা:স:জু-১৩৮/২৪

 

ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসারের শুভ জন্মদিন

স্টাফ রিপোর্টারঃ

রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন উদ্যোক্তা, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সদর ইউনিয়নের যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাউসার হোসাইন এর ৪২ তম শুভ জন্মদিন।

দাউদকান্দি সদর উপজেলার গরিব-দুঃখী অসহায় হতদরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনৈতিক ব্যক্তি কাউসার হোসাইন দীর্ঘদিন ধরে মানবিক মানুষ হিসেবে সুনাম অর্জন করে আসছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শ মেনে রাজনীতিক জীবন পরিচালনা করে আসছেন,

বিগত সরকার আমলে রাজনৈতিকভাবে বিভিন্ন চড়াও উওরাও পাড়ি দিয়ে, ছাত্র জীবন থেকে দাউদকান্দি উপজেলায় ছাত্র রাজনীতিতে বিশেষ অবদান রাখায়, বিগত দিনের ছাত্রদলের বিভিন্ন পদ পদবী সহ বর্তমানে দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, এবং দাউদকান্দি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি শুধু ছাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন নি, তিনি বিভিন্ন সময়ে দাউদকান্দি উপজেলা ভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠন ক্রিয়া সংগঠনের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।

করোনা কালীন সময়ে নিজস্ব তহবিল থেকে দাউদকান্দি উপজেলার গরিব দুঃখী অসহায় হতদরিদ্র মানুষের জন্য প্রয়োজনীয় ঔষধ খাবার সহ নিত্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করেছেন, বিভিন্ন সময়ে কন্যাদায় গ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে থেকেছেন।

রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক এবং দাউদকান্দি সদর ইউনিয়নের সভাপতি কাউসার হুসাইনের জন্মদিন উপলক্ষে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার পরিবার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি