খেলা ডেস্ক:
শেরফানে রাদারফোর্ডের ঝড়ো শতকে রেকর্ড সংগ্রহ তাড়া করে জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ভালো ব্যাটিংয়ে ২৯৪ রানের পুঁজি নিয়েও বোলিং ব্যর্থতায় হারতে হলো বাংলাদেশকে। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ভালো শুরুর পরও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ১৯ করে সৌম্যর বিদায়ের পর লিটন দাসও ফেরেন মাত্র ১ করে।
এ দুজনের পর দলের হাল ধরেন তানজিদ-মিরাজ জুটি। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৭৯ রান। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে থামেন ৬০ রানে।
এক বছর পর দলে ফেরা আফিফকে নিয়ে এরপর ভালোই এগোচ্ছিলেন মিরাজ। চারে নেমে দেখা পান ক্যারিয়ারের পঞ্চম ফিফটির। আফিফের ২৮ রানের পর দুবার জীবন পাওয়া মিরাজ আউট হন ৭৪তে।
ষষ্ঠ উইকেটে বাংলাদেশকে পথ দেখান মাহমুদউল্লাহ-জাকের জুটি। ৭৪ বলে যোগ করেন ৯৬ রান। তাতে ৬ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ বাংলাদেশের স্কোরবোর্ডে। জাকের ৪৮ করে ফিরলেও মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৫০ রানে। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এদিন ওয়ানডেতে ২০০ ছক্কার মাইলফলক ছুয়েছেন মাহমুদউল্লাহ।
বড় রান তাড়ায়, দুই ওপেনার সাবধানী শুরু করলেও, ব্রেন্ডন কিং ও এভিন লুইসের উদ্বোধনী জুটি ভাঙ্গে দলীয় ২৭ রানে। ৯ করে তানজিম সাকিবের বলে আউট হন কিং। পরের ওভারেই নাহিদ রানার বলে ১৬ করে বিদায় নেন লুইস।
তৃতীয় উইকেটে হোপ-কার্টি দলের হাল ধরেন। তাদের জুটিতে আসে ৬৭ রান। রিশাদের লেগস্পিনে ২১ করে আউট হন কার্টি।
অন্যপ্রান্তে হোপ তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি। রাদারফোর্ডকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। দুজনের ৯৩ বলে ৯৯ রানের জুটি ভাঙ্গেন মিরাজ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে হোপ ফেরেন ৮৬ করে।
অন্যপ্রান্তে ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন রাদারফোর্ড। ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন মাত্র ৭৭ বলে। ৮০ বলে ৮ ছক্কায় থামেন ১১৩ রানে। ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। টানা ১১ ম্যাচ হারের পর অবশেষে টাইগারদের বিপক্ষে জয়ের স্বাদ পেল উইন্ডিজ।
সবা:স:জু-২৬০/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.