জামালপুর হানাদার মুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার: 

আজ জামালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রু মুক্ত হয় জামালপুর।

১৯৭১ সালের এই দিনে রাতভর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান ক্যাম্প পিটিআই ঘাঁটির উপর চতুর্মূখী গোলার অক্রমণ চালানো হয়। এ আক্রমণে চার শতাধিক পাকিস্তানি সেনা নিহত এবং আহত হন আরো শতাধিক।

১০ ডিসেম্বর ভোরে মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর নেতৃত্বে হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষ স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে জামালপুর জেলা শহর। আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। জামালপুর মুক্ত হওয়ার পরপরই মুক্তিযোদ্ধারা ঢাকার পথে রওনা হয়।

 

সবা:স:জু-২৮০/২৪

পুলিশের বিশেষ অভিযান, সারাদেশে গ্রেফতার ১৪৫৪

ডেস্ক রিপোর্ট:

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ১৪৫৪ জনের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার তিন জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৫১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৫ জুলাই) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় ৬টি চাইনিজ কুড়াল, ২৫টি ডেগার, একটি হাঁসুয়া, একটি বার্মিজ টিপ চাকু, দুইটি ছোরা ও বিশটি ২ দশমিক ২ এমএম গুলি উদ্ধার করা হয়।

সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি