
স্টাফ রিপোর্টার:
মেহেন্দিগঞ্জ উপজেলা পাতারহাট ঘোষ পট্টি বিএনপির পার্টি অফিসে ভাংচুর অগ্নি-সংযোগ করে, পংকজ দেবনাথ অনুসারী শাকিল বেপারী ও রাজিব সিকদার সহ আওয়ামী শতাধিক নেতাকর্মী।
১৫ই ডিসেম্বর ২০১৮ সালে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ সহ শতাধিক নেতাকর্মী বিএনপি পার্টি অফিসে হামলা করে, সাবেক সংসদ সদস্য পংকজ দেবনাথ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম (ভুলু) অনুসারীরা প্রকাশ্যে হামলা চালায়, হামলায় নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল বেপারী সাং বদরপুর, হামলা চালায় ছাত্রলীগ কর্মী রাজিব সিকদার ফেসবুকে মেসেজ দিয়ে ছাত্রলীগ নেতাদের জড়ো করে হামলা চালায়, হামলায় জড়িত রাজিব সহ অনেকে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় ৬৮ জনের নামে মামলা দায়ের করেন।
রাজিব সিকদার ছাত্রলীগ কর্মী,পিতা: রফিকুল ইসলাম রতন সিকদার (চৌকিদার) সাং চরলতা। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল বেপারী ঘনিষ্ঠ সহদর ছিলেন।
রাজিব সিকদার এলাকায় অরাজকতা সৃস্টি করেছেন ক্ষমতার প্রভাব দেখিয়ে চলতেন।
ক্ষমতার প্রভাবে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সহ নারী কেলেঙ্কারি সাথে জড়িত ছিলেন।
ভুক্তভোগী ও এলাকা বাসীর দাবি, রাজিব সিকদার সহ বিএনপি পার্টি অফিসে যারা হামলা করেছেন, এলাকায় অরাজকতা সৃষ্টি করেছেন মেহেন্দিগঞ্জ থানা প্রশাসন তদন্ত করে তাদের গ্রেফতার করে ও উপযুক্ত শাস্তি আওতায় আনবেন।
সবা:স:জু- ২৮৭/২৪