ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত

স্টাফ রিপোর্টার: 

ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক নয়াদিগন্ত স্টাফ রিপোর্টার, বাসসের ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজ ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০, ডিসেম্বর) সন্ধায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন খাঁন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সবকটি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন, ফকির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর চৌধুরী ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) ও নুর উল্লাহ কায়সার (বণিক বার্তা, দৈনিক স্টারলাইন), কোষাধ্যক্ষ তোফাফেল আহমদ নিলয় (দেশটিভি, খবরের কাগজ), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নিহারিকা), প্রচার সম্পাদক আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন) ও মো. শফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবি) প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাহী সদস্যগণ হলেন শুকদেব নাথ তপন (ভোরের কাগজ), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), কিশান মোশাররফ (দৈনিক ফেনীর সময়), নূর তানজিলা রহমান ( সাপ্তাহিক স্বদেশ কন্ঠ)।

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার ১৫ বছরে পদার্পন করেছে। ২০১০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মর্যাদা প্রতিষ্ঠা করে আসছে সংগঠনটি। বর্তমানে জেলায় পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন এটি।

 

সবা:স:জু-৩০৬/২৪

লালমাই অবৈধভাবে ফসলি জমির মাটি নিউজ করতে গিয়ে হুমকি, থানায় জিডি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার লালমাই উপজেলা প্রতিনিধি আবুল কালাম মজুমদার কে মাটি কাটা সিন্ডিকেটের সদস্যরা পা কেটে পেলার হুমকি প্রদান করেন। এই
নিয়ে নিরাপত্তা চেয়ে লালমাই থানা সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্ত করে জানা যায় সাংবাদিক আবুল কালাম মজুমদার গোপন সংবাদে খবর পেয়ে লালমাই উপজেলা ভূলইন ইউনিয়নের কাতালিয়া গ্রামের গিয়ে মাটি কাটা বিষয়ে স্থানীয় আবদুল ওহাব কে জিজ্ঞেস করেন। তারপর আবদুল ওহাব স্থানীয় কিছু লোকজন কে ডেকে আনেন।

তারপর মাটি কাঁটা সিন্ডিকেটের সদস্য তৌহিদ ১৫/২০ লোকজন নিয়ে আক্রমণ করতে চেষ্টা করেন বলে জানা যায়। পরে সাংবাদিক আবুল কালাম মজুমদারের প্রাইভেট কারের চাবি নেয়ার সহ গাড়ি ভাংচুর করার হুমকি দেন।

লালমাই উপজেলার সাধারন মানুষের সাথে আলোচনা করে জানা যায় আবুল কালাম মজুমদার দীর্ঘদিন লালমাই উপজেলা মাটি কাঁটা নিয়ে সংবাদ প্রকাশিত করে আসছেন তাই সিন্ডিকেটর সদস্যরা ক্ষিপ্ত।

সাংবাদিক আবুল কালাম মজুমদার বলেন যত হুমকি দমকি আসুক মাটি কাঁটার বিরুদ্ধে আমার দৃঢ় অবস্থান।

এ বিষয়ে লালমাই থানা’র এসআই জীবন হাজারী’র কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ওসি স্যার বিষয় তদন্ত করার জন্য বলেছেন। আমরা তদন্ত করে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলাল উদ্দিন চৌধুরী কে এ বিষয়ে জানার জন্য কল ও বার্তা পাঠিয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের