ঢাকা ডার্বিতে দুপুরে মাঠে নামছে মোহামেডান ও আবাহনী

খেলা ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ঢাকা ডার্বিতে আজ মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

শীতের সকালে রাজধানীতে অনুশীলন শুরু আবাহনীর। বিকেলে কুমিল্লা যাবার তাড়া। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উন্মাদনা আগের চেয়ে কমেছে, তবু ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডান মানে বাড়তি কিছু।

এবার আকাশীদের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হক আর ফুটবলার সবাই বাংলাদেশি। তবু পারফরম্যান্সে সাফল্যের ধারা। লিগের দুই ম্যাচ আর ফেডারেশন কাপে একটি, তিন ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেয়েছে লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। এবার মোহামেডান প্রতিপক্ষ হওয়ায় জয়ের তাড়না আরও বেশি আকাশী-নীলদের।

এদিকে মৌসুমে মোহামেডানও অপ্রতিরোধ্য। দুই ম্যাচে শতভাগ জয়, যার একটি বসুন্ধরা কিংসের বিপক্ষে। এবারের স্কোয়াডও শক্তিশালী। তবে নিজেদের শেষ ম্যাচে ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারটা অস্বস্তি গত মৌসুমের তিন আসরের রানার্সআপদের।

একদিন আগেই গতকাল (শুক্রবার) বিকেলে কুমিল্লা পৌঁছে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে সাদাকালোরা। স্কোয়াড বিবেচনায় আবাহনীর চেয়ে এগিয়ে থাকলেও ঢাকা ডার্বি আলাদা মোহামেডানের কাছেও। তাই নির্ভার থাকার সুযোগ নেই। কারণ, ম্যাচটা মাঠের লড়াই ছাপিয়ে ঐতিহ্যেরও।

একই সময় গাজীপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও পুলিশ এফসি। অন্য ম্যাচে বিকেল সাড়ে পাঁচটায় কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন বসুন্ধরা।

 

সবা:স:জু- ৩৩৯/২৪

এইচএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বাটন চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ৬ নভেম্বর সারা দেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের বেশি।

যেভাবে ফল সংগ্রহ করা যাবে:

ওয়েবসাইট: ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া (www.dhakaeducationboardresults.gov.bd) ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এসএমএসের মাধ্যমে যেভাবে ফল সংগ্রহ: পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

অর্থাৎ প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। বোর্ডের নাম পরিবর্তন করে অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলও এভাবে জানা যাবে।

যেমন—HSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম