সবুজ বাংলাদেশ ডেস্ক:
অভ্যুত্থান চেষ্টা তদন্তে হস্তক্ষেপের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার বারগা নেত্তোকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার আলজাজিরা জানায়, অভ্যুত্থান চেষ্টা নিয়ে প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস জানান, তদন্তকারীরা কথিত অভ্যুত্থান ষড়যন্ত্রে নেত্তোর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়। অবশ্য নেত্তো এ অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসেই জেনারেল নেত্তো, বলসোনারোসহ আরও ৩৫ জনকে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।
অভিযোগ রয়েছে, দক্ষিণ আমেরিকার দেশটিতে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ফলাফল সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর পক্ষে বদলে দেওয়ার উদ্দেশ্যে অভ্যুত্থানের চেষ্টা করা হয়। এ নিয়েই তদন্তে নেমেছে পুলিশ।
২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বলসোনারোর চিফ অফ স্টাফ এবং ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নেত্তো।
সবা:স:জু- ৩৪৭/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.