আলী রেজা রাজু:
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এ্যাড.মেহেদী হাসানের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা,বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার(১৬ইডিস্বেবর) ৫৪তম বিজয়ের প্রথম প্রহরে
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে পুষ্পঅর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধ্যা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত,ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সপ্মাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি,তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি,হাজী মো:মহিউদ্দিন,হাজী মো:আব্দুল আজিজ,হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম, ,৭নং ওর্য়াড বিএনপির সভাপতি মো:মোশাররফ হোসেন,সাবেক সাধারণ সপ্মাদক ঢাকা জেলা ছাত্রদলের রেজাউল করিম জুয়েল।
এসব এ্যাড.মেহেদী হাসান বলেন,বিজয় এসেছে আবার নতুন করে এটা আমাদের দ্বিতীয় বিজয়,এই বিজয়কে কেউ না যেন নস্যাৎ করতে না পারে যেন,নস্যাৎ করতে আসলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।শহীদ জিয়াউর রহমান গেরিলা ফোর্স গঠন করেছেন,এপ্রিলে অস্থায়ী সরকার গঠন করেছিলেন,সারা বাংলাদেশে ১১ সেষ্টর গঠন করে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেন।হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্ত করার দাবিও তুলেন।
হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মো:শরিফুল ইসলাম বলেন যেখানে আ.লীগকে পু: রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান,সেই আ.লীগই জিয়াউর রহমানকে খুন করে। জিয়াউর বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করেছিলেন,গামেন্টস, রেমিট্যান্স এসব তার হাতেই গড়া।বিএনপি এ দেশে দিয়েছে জাতীয়বাদ আর আ.লীগ দিয়েছে ভারত প্রিতি।তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশকে কিভাবে মধ্যামসারীর পরিনিত করা সেই নিদের্শনা দিচ্ছেন।আগামীর নির্বাচনে বিএনপির জণগণের কাছে ভোট ও চান তিনি।
এসময় অন্যনা বক্তরা শহিদ জিয়াউর রহমান ও তারেক রহমান,মুক্তিযুদ্ধে বিএনপির ভূমিকা নিয়ে কথা বলেন এবং আগামীর নতুন বাংলাদেশকে বিনির্মানে ছক করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.