মানিকগঞ্জে বসুন্ধরা ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

স্টাফ রিপোর্টার: 

মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল ও বিজয় মেলা প্রাঙ্গণ থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। গতকাল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

বিজয় মেলায় তিন দিনই এ স্বাস্থ্যসেবা দেওয়া হবে। গতকাল স্বাস্থ্যসেবা নিতে আসা হাসান সাঈদ বলেন, ‘এ ব্যবস্থা সব শ্রেণি-পেশার মানুষের জন্য খুবই ভালো হয়েছে।

’ অন্য এক নারী নাজমা বেগম (৫৫) বলেন, ‘ফ্রি পরীক্ষা করে নিশ্চিত হলাম আমার ডায়াবেটিস নাই। প্রেসারও নাই। চিন্তামুক্ত হলাম। কাল মাকে এনে পরীক্ষা করিয়ে নেব।

অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন কাজী তাওহীদ জানান, সকাল ৮টা থেকে বিজয় মেলায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। রোগীদের ডায়াবেটিস, প্রেসার, ওজন মাপাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। মেলা যত দিন থাকবে, তত দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা থাকবে। সিরাজুল ইসলাম, নিশিতা রহমান প্রীতি, কামরুজ্জামান মনির স্বাস্থ্যসেবায় অংশ নেন।

মানিকগঞ্জ আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অপারেশন ম্যানেজার দিলীপ কুমার মণ্ডল জানান, বিজয় দিবস উপলক্ষে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে সব ধরনের পরীক্ষানিরীক্ষায় ৫৪ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।

 

সবা:স:জু- ৩৭৮/২৪

ইসরাইলের জনগণের প্রতি মোহাম্মদ মাসুদের আহ্বান

মোহাম্মদ মাসুদ॥

ইসরাইলের জনগণের প্রতি বিদ্রোহের আহ্বান জানিয়েছেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্দ মাসুদ। ইসরাইলের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর ওই বার্তা দেন মোহাম্মদ মাসুদ। এ খবর দিয়েছে দৈনিক সবুজ বাংলাদেশ। এক বার্তায় তিনি বলেছেন, “দুষ্ট ও নিপীড়ক শাসনের হাত থেকে মুক্তির জন্য আপনাদের একত্রিত হওয়ার সময় এসেছে। এটা মোক্ষম একটি সুযোগ। আপনারা নিজেদের অধিকারের জন্য লড়াই করুন।”

মোহাম্মদ মাসুদ পুনর্ব্যক্ত করেছেন, অপারেশন রাইসিং লায়নের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ইরানী জনগনকে মেরে ফেলা। এদিকে মাসুদ হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে এর নিন্দা করেছে মাসুদ। এছাড়া তেল আবিবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ারি করেছেন তিনি। মাসুদ আরো বলেন ইরানকে পরমাণু জগতে ঠেলে দিয়েছে ইসরায়েলই আর তাই ইসরাইলকে ধ্বংস করার এখনই সময়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি