স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে একটি লোকাল গান, ৬টি তাজা কার্তুজ, ২টি বড় ছোরা উদ্ধার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে সেনবাগ বাজারের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে সেনবাগ বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। এসময় বাজারের সন্নিকটে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি লোকাল গান, ছয়টি তাজা কার্তুজ, দুইটি বড় ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।
নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্নেল রিফাত আনোয়ার।
সবা:স:জু- ৩৯৪/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.